Lok Sabha Election 2024 LIVE: উত্তর-পূর্ব ভারতে কি জয়ের ধারা বজায় রাখবে বিজেপি?

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: Sukla Bhattacharjee

Jun 02, 2024 | 12:20 AM

Lok Sabha Election Exit Poll Results 2024 LIVE: দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ। ভোটপর্ব শেষে 'টিভি৯ -এর বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে এসেছে। গোটা দেশের পাল্লা কোন দিকে যেতে চলেছে, দিল্লির মসনদে কারা আসতে চলেছে, ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA নাকি নজির গড়বে INDIA জোট। দেখে নিন একনজরে...

Lok Sabha Election 2024 LIVE: উত্তর-পূর্ব ভারতে কি জয়ের ধারা বজায় রাখবে বিজেপি?

Follow Us

শেষলগ্নে ভোট পর্ব। আজ, ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচনের ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন। দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ হবে। এর পাশাপাশি উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে ভোট গ্রহণ হবে। মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শনিবার। একইসঙ্গে ওড়িশার ৪২টি বিধানসভা আসন ও হিমাচল প্রদেশের ৬টি বিধানসভা আসনেও ভোট হবে। শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে।

ভোটপর্ব শেষে ‘টিভি৯ -এর বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে এসেছে। টিভি৯ নেটওয়ার্ক, পোলস্ট্যাট এবং পিপলস ইনসাইট মিলিতভাবে করেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। গোটা দেশের পাল্লা কোন দিকে যেতে চলেছে, দিল্লির মসনদে কারা আসতে চলেছে, ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA নাকি নজির গড়বে INDIA জোট। দেখে নিন একনজরে…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Jun 2024 12:19 AM (IST)

    সিকিম থাকছে সিকিমেই!

    সিকিম

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    এনডিএ- ০

    ইন্ডিয়া জোট- ০

    এসকেএম- ১

  • 01 Jun 2024 10:24 PM (IST)

    লাক্ষাদ্বীপে আদৌ দাগ কাটবে বিজেপি?

    লাক্ষাদ্বীপ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    এনডিএ জোট- ০

    কংগ্রেস- ১

    অন্যান্য- ০


  • 01 Jun 2024 10:22 PM (IST)

    দাদর-নগর-এ জয়ের হাসি কার মুখে?

    দাদর-নগর 

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১

    ইন্ডিয়া জোট- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:22 PM (IST)

    দমন-দিউ থাকছে বিজেপির

    দমন-দিউ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১

    ইন্ডিয়া জোট-০

    অন্যান্য- ০

     

  • 01 Jun 2024 10:21 PM (IST)

    পুদুচেরিতে দাগ কাটল কংগ্রেস

    পুদুচেরি

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি ও এনডিএ- ০

    কংগ্রেস- ১

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:20 PM (IST)

    আন্দামান-নিকোবরে কাদের ঝড়?

    আন্দামান নিকোবর

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি-১

    ইন্ডিয়া জোট- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:12 PM (IST)

    নাগাল্যান্ডে জয় পেল কংগ্রেস

    নাগাল্যান্ড

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি ও এনডিএ জোট- ০

    কংগ্রেস- ১

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:10 PM (IST)

    উলটপুরাণ মিজোরামে

    মিজোরাম

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি ও এনডিএ জোট- ০

    কংগ্রেস ও ইন্ডিয়া জোট- ০

    এমএনএফ- ১

  • 01 Jun 2024 10:09 PM (IST)

    কার থাকবে মেঘালয়?

    মেঘালয়

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ২

    কংগ্রেস ও ইন্ডিয়া জোট- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:08 PM (IST)

    অরুণাচলে কোন দলের উদয় হচ্ছে?

    অরুণাচল প্রদেশ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি ও এনডিএ জোট- ২

    ইন্ডিয়া জোট- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:06 PM (IST)

    মণিপুরে বিজেপিকে জোর টক্কর কংগ্রেসের

    মণিপুর

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১

    কংগ্রেস- ১

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:05 PM (IST)

    ত্রিপুরায় কি দাগ কাটতে পারবে বিরোধীরা?

    ত্রিপুরা

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ২

    কংগ্রেস ও ইন্ডিয়া জোট- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 10:04 PM (IST)

    বিরোধীদের সব চেষ্টা ব্যর্থ করে ফের বিজেপির জয়জয়কার অসমে

    অসম

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১১

    ইউপিপিএল-১

    কংগ্রেস- ১

    অন্যান্য- ১

  • 01 Jun 2024 10:00 PM (IST)

    গোয়ায় একচেটিয়া বিজেপি

    গোয়া

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ২

    কংগ্রেস ও ইন্ডিয়া জোট- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 09:37 PM (IST)

    চণ্ডীগঢ়ে কেবল পদ্ম

    চণ্ডীগঢ়

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১

    কংগ্রেস- ০

    আপ- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 09:36 PM (IST)

    লাদাখ থেকে কাশ্মীরে হাওয়া কোন দিকে?

    লাদাখ

    এনডিএ- ০

    ইন্ডিয়া- ০

    অন্যান্য- ১

    জম্মু ও কাশ্মীর

    বিজেপি-২

    পিডিপি-১

    এনসি- ১

    অন্যান্য- ১

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

  • 01 Jun 2024 09:27 PM (IST)

    নবীনের রাজ্যেও গেরুয়া ঝড়?

    ওড়িশা

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১৩

    কংগ্রেস- ১

    বিজেডি- ৭

  • 01 Jun 2024 09:03 PM (IST)

    উত্তরাখণ্ডে ঘাঁটি ধরে রাখছে বিজেপি

    উত্তরাখণ্ড

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

     

    বিজেপি- ৫

    কংগ্রেস- ০

    অন্যান্য- ০

     

  • 01 Jun 2024 09:02 PM (IST)

    ঝাড়খণ্ডে শোচনীয় ফল হতে চলেছে কংগ্রেসের!

    ঝাড়খণ্ড

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১২

    কংগ্রেস- ০

    জেএমএম-১

    অন্যান্য- ১

  • 01 Jun 2024 08:13 PM (IST)

    উত্তর প্রদেশ যার, দেশ তার…যোগীর রাজ্যে কার হাওয়া?

    উত্তর প্রদেশ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ৬২

    আরএলডি- ২

    এডি (এস)- ২

    এসপি- ১১

    কংগ্রেস- ৩

  • 01 Jun 2024 08:10 PM (IST)

    হিমাচলে কি হাওয়া ধরে রাখতে পারবে বিজেপি?

    হিমাচল প্রদেশ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

     

    বিজেপি- ৪

    কংগ্রেস- ০

    অন্যান্য- ০

     

  • 01 Jun 2024 08:09 PM (IST)

    মহারাষ্ট্রের পালে হাওয়া কার?

    মহারাষ্ট্র

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

     

    বিজেপি- ১৮

    কংগ্রেস- ৫

    এসএস- ৪

    এসএস (ইউবিটি)- ১৪

    কংগ্রেস- ৫

    এনসিপি- ৬

    অন্যান্য-১

     

  • 01 Jun 2024 08:01 PM (IST)

    হরিয়ানায় আসন হারাচ্ছে বিজেপি

    হরিয়ানা

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

     

    বিজেপি- ৮

    কংগ্রেস- ২

    আপ- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 07:30 PM (IST)

    ফের পদ্ম-ঘাঁটি গুজরাট

    গুজরাট

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ২৬

    আপ- ০

    কংগ্রেস- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 07:28 PM (IST)

    ছত্তীশগঢ়ে একচেটিয়া গেরুয়া হাওয়া!

    ছত্তীশগঢ়

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি – ১১

    কংগ্রেস- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 07:16 PM (IST)

    আপ নাকি বিজেপি- কার আধিপত্য থাকবে দিল্লিতে?

    দিল্লি

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ৭

    কংগ্রেস- ০

    আপ- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 07:02 PM (IST)

    মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়

    মধ্যপ্রদেশ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ২৯

    কংগ্রেস- ০

    অন্যান্য- ০

  • 01 Jun 2024 07:02 PM (IST)

    রাজস্থানে কমছে গেরুয়া আসন

    রাজস্থান

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১৯

    কংগ্রেস- ৪

    বিএপি- ১

    বাম- ০

    আরএলটিপি- ০

    অন্যান্য- ১

  • 01 Jun 2024 06:42 PM (IST)

    অন্ধ্রপ্রদেশে আসন কমছে YSR-এর

    অন্ধ্রপ্রদেশ

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ২

    ওয়াইএসআরসিপি- ১৩

    টিডিপি- ৯

    জেএসপি- ১

    অন্যান্য – ০

  • 01 Jun 2024 06:39 PM (IST)

    তেলঙ্গানায় আসন বাড়াচ্ছে কংগ্রেসও

    তেলঙ্গানা

    (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ৭

    কংগ্রেস- ৮

    বিআরএস- ১

    এআইএমআইএম-১

    অন্যান্য -০

  • 01 Jun 2024 06:36 PM (IST)

    কর্নাটকে আসন কমছে পদ্মের

    কর্নাটক

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি- ১৮

    কংগ্রেস- ৮

    জেডিএস- ২

    অন্যান্য- ০

     

  • 01 Jun 2024 06:35 PM (IST)

    কেরলে আসন বাড়াতে পারে বিজেপি

    কেরল

    * (বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।)

    বিজেপি-১

    কংগ্রেস- ১৩

    বাম- ৩

    আইইউএমএল- ২

    কেইসি- ১

  • 01 Jun 2024 06:06 PM (IST)

    ভোটপর্ব শেষ, এবার ফলের অপেক্ষা

    বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই ঘড়ি ধরে বিকেল ৬টায় শেষ হল ২০২৪ লোকসভা নির্বাচন। তবে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬০ শতাংশ পেরোয়নি। এবার ভোটের ফল প্রকাশের অপেক্ষা। আগামী ৪ জুন, মঙ্গলবার সকাল ৭টা থেকে।

  • 01 Jun 2024 06:04 PM (IST)

    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৩৪ শতাংশ

    ২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফা ভোটে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোটদানের হার ৬০ শতাংশে পৌঁছল না। এদিন মোট ৫৭টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৮.৩৪ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে ঝাড়খণ্ড।

  • 01 Jun 2024 05:45 PM (IST)

    বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্রে ট্রাডিশনাল পোশাকে ভোটদান

    বিশ্বের সর্বোচ্চ ভোটগ্রহণ কেন্দ্র, হিমাচল প্রদেশের তাসিগাং। সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরেই ভোট দিলেন স্থানীয় বাসিন্দারা।

  • 01 Jun 2024 04:31 PM (IST)

    নিজের কেন্দ্রে বুথ পরিদর্শনে কঙ্গনা রানাউত

    ভোটপর্বের শেষলগ্নে নিজের কেন্দ্রের বুথ ঘুরে দেখলেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। হাত জোড় করে এলাকাবাসীকে প্রণাম জানিয়ে লোকজনের সঙ্গে কথাও বললেন এই তারকা প্রার্থী।

  • 01 Jun 2024 04:24 PM (IST)

    দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৫০ শতাংশ

    ভোট-সপ্তমীতে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৬৮ শতাংশ। ভোটদানের হারে হিমাচল প্রদেশকে পিছনে ফেলে এগিয়ে গেল ঝাড়খণ্ড।

  • 01 Jun 2024 03:35 PM (IST)

    ‘মেরে পুঁতে দেওয়া হবে…’, ভোট দিতে গিয়ে ‘হেনস্থার’ শিকার পরিচালক অনীক দত্ত

    ভোট দিতে গিয়ে ‘হেনস্থার’ শিকার চিত্র পরিচালক অনীক দত্ত। অভিযোগ, বুথের বাইরে তৃণমূলের একাধিক ক্যাম্প বসার জায়গা কেন? সেই নিয়ে প্রশ্ন করায় তাঁকে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। বিশিষ্ট চিত্র পরিচালকের অভিযোগ, ‘৩০-৪০ জন আমার দিকে ধেয়ে আসে। বলতে থাকে, মেরে পুঁতে দেওয়া হবে।’

  • 01 Jun 2024 02:54 PM (IST)

    বিজেপি ৪১৭টি আসন পাবে: নিশিকান্ত দুবে

    ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিকান্ত দুবের দাবি, আজ বিজেপি টি ৫৭আসন জিতেছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের সংখ্যা ছিল ৩৬০-এর কাছাকাছি। যদি আরও ৫৭টি আসন যোগ করা হয় তাহলে এটা ৪১৭ হবে। দুবের আরও দাবি, ঝাড়খণ্ডে যদি কোনও লোকসভা আসন সর্বাধিক ভোটে জিততে পারে তবে সেটি হবে গোড্ডা লোকসভা আসন।

  • 01 Jun 2024 01:59 PM (IST)

    আগামী ১০ বছর জনগণ আমাকে মনে রাখবে: কিরণ খের

    ভোট দিলেন চণ্ডীগঢ়ের বিজেপির তারকা সাংসদ কিরণ খের। তিনি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে আগামী ১০ বছর জনগণ তাঁকে মনে রাখবে বলে দাবি বিদায়ী বিজেপি সাংসদের।

  • 01 Jun 2024 01:52 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০.০৯ শতাংশ

    শেষ দফার ভোটে দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪০.০৯ শতাংশ। ভোটের হারে এগিয়ে হিমাচল প্রদেশ। সবচেয়ে পিছনে বিহার।

  • 01 Jun 2024 01:02 PM (IST)

    শান্তিপূর্ণভাবে ভোট চলছে: নুসরত জাহান

    ভোট দিলেন বসিরহাটের বিদায়ী তৃণমূল সাংসদ নুসরত জাহান। সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, “ভোট দেওয়া সকলের অধিকার। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।”

  • 01 Jun 2024 12:58 PM (IST)

    সন্দেশখালিতে পদ্ম ফুটবে: রেখা পাত্র

    ভোট দিয়ে বেরিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তৃণমূল গণ্ডগোলের চেষ্টা করছে অভিযোগ তুলে রেখা পাত্রর দাবি, সন্দেশখালিতে পদ্ম ফুটবে।

  • 01 Jun 2024 12:15 PM (IST)

    ভোট দিলেন মিসা ভারতী

    পটনায় ভোট দিলেন লালু প্রসাদ যাদবের কন্যা তথা আরজেডি প্রার্থী মিসা ভারতী।

     

  • 01 Jun 2024 12:06 PM (IST)

    সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৬.৩ শতাংশ

    সপ্তম দফায় সকাল ১১টা পর্যন্ত দেশে ভোট পড়ল ২৬.৩ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে, ৩১.৯২ শতাংশ। ঝাড়খণ্ডে ভোট পড়েছে ২৯.৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৮.১০ শতাংশ ও উত্তর প্রদেশে ২৮.০২ শতাংশ ভোট পড়েছে।

  • 01 Jun 2024 12:03 PM (IST)

    ভোট দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

    শেষ দফায় ভোট দিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি বলেন, “আমি সকলকে অনুরোধ করছি ভোট দেওয়ার জন্য। বিগত ১৪ মাসে আমাদের সরকারকে ভেঙে দেওয়ার একাধিক চেষ্টা করা হয়েছে।”

     

  • 01 Jun 2024 11:10 AM (IST)

    ভোট দিল বাদল পরিবার

    শিরোমণি অকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল সপরিবারে ভোট দিলেন ফিরোজপুর কেন্দ্রে।

  • 01 Jun 2024 10:59 AM (IST)

    ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

     

  • 01 Jun 2024 10:58 AM (IST)

    ভোট দিলেন রবি শঙ্কর প্রসাদ

    বিহারের পটনায় ভোট দিলেন বিজেপি সাংসদ তথা প্রার্থী রবি শঙ্কর প্রসাদ।

     

  • 01 Jun 2024 10:56 AM (IST)

    সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১১.৩১ শতাংশ

    সপ্তম দফার ভোট গ্রহণ। এদিন সকাল ৯টা পর্যন্ত দেশ জুড়ে ভোট পড়ল ১১.৩১ শতাংশ। গত ৬ দফায় ভোটের হারে পশ্চিমবঙ্গ এগিয়ে থাকলেও, শেষ দফায় ভোটের হারে এগিয়ে হিমাচল প্রদেশ। সকাল ৯টা পর্যন্ত হিমাচলে ভোট পড়েছে ১৪.৩৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১২.৬৩ শতাংশ, উত্তর প্রদেশে ১২.৯৪ শতাংশ,  ঝাড়খণ্ডে ১২.১৫ শতাংশ, পঞ্জাবে ৯.৬৪ শতাংশ। ওড়িশায় ৭.৬৯ শতাংশ ভোট পড়েছে, বিহারে ভোট পড়েছে ১০.৫৮ শতাংশ।

     

  • 01 Jun 2024 09:47 AM (IST)

    জয় নিয়ে আশাবাদী কঙ্গনা

    ভোট দিলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এদিন তিনি ভোট দেওয়ার পর বলেন, “আমি নিজের ভোট দিয়েছি। সাধারণ মানুষকেও ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি। হিমাচল প্রদেশে মোদীর হাওয়া বইছে। হিমাচলের ৪টি আসনেই বিজেপি জিতবে।”

     

  • 01 Jun 2024 09:06 AM (IST)

    বাবার সঙ্গে ভোট দিতে এলেন অনুরাগ ঠাকুর

    হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর সকালেই বুথে হাজির। বাবা তথা হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমালকে নিয়ে ভোট দিতে আসেন তিনি।

     

  • 01 Jun 2024 09:01 AM (IST)

    ভোট দিলেন ভগবন্ত মান

    সাঙ্গরুর কেন্দ্রে ভোট দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও তাঁর স্ত্রী ডঃ গুরপ্রীত কৌর।

     

  • 01 Jun 2024 08:59 AM (IST)

    সাইলেন্ট ভোট পাচ্ছি, দাবি অজয় রাইয়ের

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। তিনি বলেন, “আমরা সাইলেন্ট ভোট পাচ্ছি। বিএসপি, আপনা দলের মতো অন্য়ান্য দলের সমর্থকরাও আমাদের সঙ্গে রয়েছেন। জনগণ এবার পরিবর্তনের মুডে রয়েছেন।”

     

  • 01 Jun 2024 08:28 AM (IST)

    ভোট দিলেন লালু-রাবড়ি দেবী

    আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও তাদের কন্যা পটনায় ভোট দিলেন।

  • 01 Jun 2024 08:16 AM (IST)

    আমি বিজেপির ক্যাডার: মিঠুন

    ভোট দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন। বেলগাছিয়ায় একটি বুথে ভোট দেওয়ার পর বেরিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনের অধীনে রয়েছি। আমি কিছু বলব না। শুধু বলব, আমি বিজেপি নেতা নই, আমি ক্যাডার, আমায় যা নির্দেশ দেওয়া হয়েছে, আমি করেছি। আগামিকাল থেকে শুধু সিনেমা নিয়ে কথা বলব।”

  • 01 Jun 2024 08:12 AM (IST)

    ভোট নিয়ে আশাবাদী কঙ্গনার বাবা

    লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি আসন থেকে এবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজ তাঁর কেন্দ্রে ভোট। এ দিন সকালেই কঙ্গনার বাবা অমরদীপ রানাউত বলেন, “খুব ভাল লাগছে। দিওয়ালির মতো আজও মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন।”

  • 01 Jun 2024 08:07 AM (IST)

    ভোটের লাইনে দাঁড়িয়ে রবি কিষাণ

    উত্তর প্রদেশের গোরক্ষপুর আসন থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা রবি কিষাণ। এ দিন সকালেই তিনি গোরক্ষপুরের একটি বুথে ভোট দিতে হাজির হন।

     

  • 01 Jun 2024 08:05 AM (IST)

    ইন্ডিয়া জোট সরকার গড়বে, দাবি আফজল আনসারির

    সমাজবাদী পার্টির গাজিপুরের প্রার্থী আফজল আনসারি ভোট দিলেন। বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, “৪ জুনের অপেক্ষা করুন, ইন্ডিয়া জোট সরকার গড়বে।”

     

  • 01 Jun 2024 07:44 AM (IST)

    বুথের প্রথম ভোটার জেপি নাড্ডা

    বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও সকাল সকাল ভোট দিলেন। হিমাচল প্রদেশের বিলাসপুরের একটি কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন তিনি। ওই বুথের প্রথম ভোটার তিনিই ছিলেন।

  • 01 Jun 2024 07:42 AM (IST)

    ভোট দিলেন যোগী আদিত্যনাথ

    সকালেই ভোট দিতে হাজির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের একটি বুথে ভোট দেন তিনি। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রবি কিষাণ।

     

  • 01 Jun 2024 07:25 AM (IST)

    ভোট দিলেন রাঘব চাড্ডা

    পঞ্জাবের লখনৌর বুথে ভোট দিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা।

  • 01 Jun 2024 07:24 AM (IST)

    ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর

    শেষ দফার ভোট গ্রহণ আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই দেশবাসীর কাছে ভোটদানের আর্জি জানান। বিশেষ করে মহিলা ও যুব সমাজকে ভোট দিতে আর্জি জানান তিনি।

  • 01 Jun 2024 07:21 AM (IST)

    ভোট শুরুর আগেই বুথে হাজির রাঘব চাড্ডা

    শুরু হল সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। ভোট শুরুর আগেই পঞ্জাবের আনন্দপুর সাহিব কেন্দ্রের একটি বুথে ভোট দিতে হাজির আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা।

  • 01 Jun 2024 06:51 AM (IST)

    ইভিএম পরীক্ষা চলছে

    আর কিছুক্ষণেই ভোট শুরু হবে। তার আগে সমস্ত বুথে পরীক্ষা করে দেখা হচ্ছে ইভিএম।

     

  • 01 Jun 2024 06:20 AM (IST)

    মক পোল শুরু

    সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। তার আগেই মক পোল চলছে বিভিন্ন বুথে। যাদবপুর কেন্দ্রের একটি বুথে মক পোল চলছে।

     

  • 01 Jun 2024 06:15 AM (IST)

    তারকা প্রার্থীর ছড়াছড়ি আজ

    শেষ দফায় হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনুরাগ ঠাকুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চরণজিৎ সিং চান্নি, রবিশঙ্কর প্রসাদ, কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা হবে।

  • 01 Jun 2024 06:08 AM (IST)

    ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোট আজ

    দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোট গ্রহণ হবে। এর পাশাপাশি উত্তর প্রদেশের ১৩টি আসন, বিহারের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, পঞ্জাবের ১৩টি, ওড়িশার ৬টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগঢ়ে ভোট গ্রহণ হবে।