Ram Temple Inauguration: ১৬৫ বছর আগে ‘রাম রাম’ লেখেন বাবরি মসজিদের দেওয়ালে, সেই নিহঙ্গরা লঙ্গর খুলবে অযোধ্যায়

Dec 22, 2023 | 6:47 PM

আজ থেকে ১৬৫ বছর আগে অযোধ্যায় বাবরি মসজিদে ঢুকে পড়েছিলেন ২৫ জন নিহাঙ্গ শিখ। নিহাঙ্গ বাবা ফকির সিং খালসার নেতৃত্বে বাবরি মসজিদে গিয়েছিলেন ওই শিখরা। ১৮৫৮ সালে সেখানে ঢুকে বাবরি মসজিদের দেওয়ালে রামের নাম লিখে এসেছিলেন নিহাঙ্গ শিখরা।

Ram Temple Inauguration: ১৬৫ বছর আগে ‘রাম রাম’ লেখেন বাবরি মসজিদের দেওয়ালে, সেই নিহঙ্গরা লঙ্গর খুলবে অযোধ্যায়
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: বাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে রামমন্দির। আগামী বছর জানুয়ারি মাসেই সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রামমন্দির তৈরি নিয়ে ভারতীয় রাজনীতিতে কম উত্থানপতন ঘটেনি। কিন্তু আজ থেকে ১৬৫ বছর আগে অযোধ্যায় বাবরি মসজিদে ঢুকে পড়েছিলেন ২৫ জন নিহাঙ্গ শিখ। নিহাঙ্গ বাবা ফকির সিং খালসার নেতৃত্বে বাবরি মসজিদে গিয়েছিলেন ওই শিখরা। ১৮৫৮ সালে সেখানে ঢুকে বাবরি মসজিদের দেওয়ালে রামের নাম লিখে এসেছিলেন নিহাঙ্গ শিখরা। এমনকি মসজিদের মধ্যেই রামের পুজো করেছিলেন। পূর্বপুরুষের সেই ধারা বজায় রাখতে চলেছে শিখদের ওই সম্প্রদায়। ২২ জানুয়ারি রামমন্দর উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় লঙ্গরখানার আয়োজন করবে তাঁরা।

নিহাঙ্গ শিখদের প্রধান বাবা হরজিৎ সিং রামমন্দির উদ্বোধনের দিন লঙ্গরখানা করার কথা সম্প্রতি জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, “২০২৪ সালের ২২ জানুয়ারি যখন ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন আমরা কী করে পিছিয়ে থাকি?” তবে এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেও সাফ জানিয়েছেন তিনি। এ বিষয়ে বলেছেন, “আমাদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। আমরা অভ্যন্তরীণ ধারা বজা. রাখছি। নিহঙ্গ এবং সনাতন ধর্মের মধ্যে সমন্বয় রক্ষার জন্য আমাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু অযোধ্যায় গোটা বিশ্ব থেকে আসা ভক্তদের সেবা করতে চাই।”

১৯৫৮ সালের নভেম্বর মাসে তাঁর পূর্বসূরিদের কথা স্মরণ করে হরজিৎ সিং বলেছেন, “নিহঙ্গরা সে সময় মুঘলদের তৈরি মসজিদের দেওয়ালে রাম রাম লিখে এসেছিলেন। রামের জন্মস্থানে গেরুয়া পতাকা তুলে এসেছিলেন। এর পর ২৫ নিহঙ্গের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।”

Next Article