নয়া দিল্লি: প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনার (PMMSY) মূল উদ্দেশ্যই মৎস্যের উৎপাদন বাড়ানো ও মৎস্য রফতানিতে ভর করে আয় বাড়ানোর। মৎস্য চাষিদের আয় দ্বিগুণ করার পাশাপাশি মৎস্য চাষের ক্ষেত্রে আর্থিক অপচয়ের পরিমাণ কমিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। শীতকালীন লোকসভা অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা জানিয়েছেন, এখনও অবধি ৪৫.৫৯ লক্ষ কর্মসংস্থান তৈরি করা গিয়েছে এই যোজনার আওতায়। ১১.৪৬ লক্ষ কাজ পেয়েছেন সরাসরি। পরোক্ষ কর্মসংস্থান হয়েছে ৩৪.১৩ লক্ষ।
এই যোজনার মাধ্যমে আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে এগোতে চায় সরকার। ৫৫ লক্ষ কাজের লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোচ্ছে মন্ত্রক। রূপালা জানান, মহারাষ্ট্রে পিএমএমএসওয়াইয়ের আওতায় ৩ হাজার ৩৫১ প্রত্যক্ষ কাজের সুযোগ হয়েছে।
প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনার আওতায় মাছ চাষিদের সেফটি কিট, নৌকা, জাল, মাছ ধরার ভেসেলের বিমা, মৎস্যজীবীদের বিমা, মাছ ধরার কাজ বন্ধ থাকলে সাহায্য করার ব্যবস্থা হয়। এই যোজনার লক্ষ্য হল, মাছের উৎপাদন বাড়ানো। এই প্রকল্পে আবেদন করার জন্য মৎস্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। মৎস্যজীবী, মাছচাষি, মৎস্য সমবায়, মৎস্য ফেডারেশন, মাছ উৎপাদনকারী সংস্থা এই প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় পড়ে।