চম্পারণ: দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ঘটল বিহারে। ৭০ বছরের এক বৃদ্ধকে প্রায় আট কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক গাড়ি চালকের বিরুদ্ধে। এর জেরে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৭ নম্বর জাতীয় সড়কের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিহারের পূর্ব চম্পারণ জেলার বাংরা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাম থেকে বেরিয়ে জাতীয় সড়কে উঠেছলেন ওই বৃদ্ধ। সাইকেল চালিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন তিনি। রাস্তার পার হওয়ার সময় দ্রুত গতি আসা ওই ঘাতক গাড়ি ধাক্কা মারে ওই বৃদ্ধকে। এর জেরে সাইকেল থেকে ছিটকে গাড়ির বনেটের উপর পড়েন ওই বৃদ্ধ। কিন্তু তা সত্ত্বেও ওই ঘাতক গাড়ির চালক গাড়ি থামাননি বলে অভিযোগ। তিনি জোরে গাড়ি নিয়ে পালান। এবং গাড়ির বনেটে ওই বৃদ্ধকে নিয়েই ছুটতে থাকে ওই গাড়ি।এর পর জোরে ব্রেক কষলে রাস্তায় ছিটকে পড়েন বৃদ্ধ। তখন ওই গাড়ি পিষে দিয়ে চলে যায় বৃদ্ধকে। যার জেরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম শঙ্কর চৌধরি। পূর্ব চম্পারণের কোতয়া থানার অন্তর্গত বাংরা গ্রামের বাসিন্দা তিনি। সাইকেল নিয়ে গ্রাম থেকে জাতীয় সড়কে উঠেছিলেন তিনি। সে সময় গোপালগঞ্জ থেকে আসা ওই গাড়ি থাক্কা মারে তাঁর সাইকেলে। এর পর গাড়ির বনেটে ছিটকে পড়েছিলেন ওই বৃদ্ধ। সে ভাবেই তাঁকে নিয়ে ছুটে যায় ঘাতক গাড়়িটি। এর পর প্রায় আট কিলোমিটার পথ পেরিয়ে কদম চৌকের কাছে ব্রেক কষে গাড়ি। তখন গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়েন ওই ব্যক্তি। ঘাতক গাড়ি পিষে চলে যাওয়ায় তাঁর মৃত্যু হয়।
ঘটনা নিয়ে কোতয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়েই আশাপাশের থানাকে ঘাতক গাড়ির ব্যাপারে জানায় পুলিশ। এর পর পিপরাকোঠি থানার পুলিশ ঘাতক গাড়িকে আটক করে। গাড়ির মালিকের পরিচয়ও জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও অভিযুক্ত চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দিল্লিতে একই ভাবে একটি ২০ বছরের মেয়ের স্কুটিতে ধাক্কা মারার পর তাঁকে টানতে টানতে নিয়ে যায় গাড়িটি।