নয়া দিল্লি: ভোট প্রায় এসেই গিয়েছে। লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বিজেপি। সেই প্রার্থী তালিকাতেই দেখা গিয়েছে, টিকিট পাননি ৩৩ জন সাংসদ। তাদের বদলে প্রার্থী করা হয়েছে নতুন মুখদের। বাংলা থেকে অসম, ঝাড়খণ্ড থেকে রাজস্থান- একাধিক রাজ্যেই এই বদল করা হয়েছে।
বিজেপির প্রকাশিত প্রথম দফার তালিকায় দেখা গিয়েছে, ৯৫ জন মন্ত্রীর নাম রয়েছে। এদের মধ্যে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অসমে এবার নতুন ৫ মুখ আনা হয়েছে। টিকিট পেয়েছেন ৬ জন বর্তমান সাংসদও। গতবারের সাংসদ রাজদীপ রায়ের বদলে এবার প্রার্থী করা হয়েছে পরিমল শুক্লাবৈদ্যকে। সাংসদ হরেন সিং বে-র বদলে প্রার্থী করা হয়েছে অমর সিং টিসোকে।
ছত্তীসগঢ়েও নতুন ৪ মুখ আনা হয়েছে। রায়পুরের আসনে প্রার্থী করা হয়েছে ব্রীজমোহন আগরওয়ালকে। কমলেশ জাঙ্গদে লড়বেন জাঙ্গির চম্পা আসন থেকে। এবারে টিকিট পাননি চুন্নি লাল সাহু।
দিল্লিতে বড় পরিবর্তন হয়েছে। ৪ জন সাংসদ এবার টিকিট পাননি। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের বদলে চাঁদনিচক আসন থেকে প্রার্থী করা হয়েছে প্রবীণ খান্ডেলওয়াল। দুইবারের সাংসদ প্রবেশ সাহিব সিংহ ভর্মার বদলে এবার টিকিট দেওয়া হয়েছে সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজকে। এবার টিকিট পাননি কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। বিএসপি সাংসদ দানিশ আলি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন রমেশ বিদুরী। এবার তাঁকেও টিকিট দেওয়া হয়নি।
গুজরাটের ১৫টি আসনের মধ্যে ৫জন সাংসদকেই এবার টিকিট দেওয়া হয়নি। প্রতাপভাই সাভাভাই পটেলের বদলে রেখাবেন হীতেশবাই চৌধুরী প্রার্থী হয়েছেন। তিনবারের সাংসদ কিরিট সোলাঙ্কিও এবার টিকিট পাননি। তবে প্রার্থী হয়েছেন দুই কেন্দ্রীয় মন্ক্রী পুরুষোত্তম রুপালা ও মনসুখ মাণ্ডব্য।
ঝাড়খণ্ড থেকে এবার টিকিট দেওয়া হয়নি কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে। তিনবারের সাংসদ সুদর্শন ভগত-ও টিকিট পাননি এবার।
মধ্য প্রদেশে এবার বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ৭জন নতুন মুখ দেখা গিয়েছে। গুনা কেন্দ্র থেকে এবার কৃ্ষ্ণপাল সিং যাদবের বদলে প্রার্থী হচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লতা ওয়াঙ্খেড়ে সাগর লোকসভা আসন থেকে লড়বেন। অলোক শর্মা ভোপাল থেকে লড়বেন।
রাজস্থানে ৫ জন সাংসদকে টিকিট দেওয়া হয়নি এইবার। চারু, ভরতপুর, জালোর, উদয়পুর থেকে নতুন প্রার্থী দাঁড়াবেন।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার প্রার্থী হবেন ত্রিপুরা পশ্চিম থেকে। ওই আসনে সাংসদ ছিলেন প্রতিমা ভৌমিক।
রাজ্যে আলিপুরদুয়ার থেকে এবার সাংসদ জন বার্লার বদলে মনোজ টিগ্গাকে প্রার্থী করেছেন।