নয়া দিল্লি: এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। বিলাসবহুল এই বাংলো তৈরি করতে খরচ হয়েছিল ৪০০ কোটি টাকা। মাত্র দুইদিনেই সেই ফার্মহাউস ভেঙে দিল পুরসভা। প্রয়াত মদের ব্যবসায়ী পন্টি চাডার ছত্তরপুরের ফার্মহাউস ভেঙে গুড়িয়ে দিল দিল্লি ডেভেলপমেন্ট অথারিটি।
ডিডিএ-র তরফে জানানো হয়েছে, শুক্র ও শনিবার জুড়ে ছত্তরপুরের ফার্মহাউস ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেআইনিভাবে জবরদখল করে রাখা জমি ও বেআইনি নির্মাণ ভেঙে জমি উদ্ধার করা হচ্ছে। শুক্রবার ডিডিএ প্রয়াত মদের ব্য়বসায়ী পন্টি চাডার ফার্মহাউস ভেঙে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ছত্তরপুরে ১০ একর জমির উপরে তৈরি ওই ফার্মহাউসের দাম ৪০০ কোটি টাকা। শুক্রবার ৫ একর জমি আদায় করা হয়। বাগানবাড়ি ভেঙে শনিবার বাকি ৫ একর জমি উদ্ধার করা হয়।
গত ১৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে উত্তর-পূর্ব দিল্লির একাধিক জায়গা অভিযান চালায় দিল্লি ডেভেলপমেন্ট অথারিটি। গোকুলপুরীর একাধিক জায়গায় বেআইনি বাড়িঘর, এমনকী বড় শোরুম ভেঙে দেওয়া হয়।