নয়াদিল্লি: নয়াদিল্লির প্রগতি ময়দানে শনিবার জি-২০ সম্মেলনের বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায়। সেই বক্তব্য রাখার সময় একটি শ্লোকের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অশোকের আমলের পিলারে খোদিত ছিল শ্লোক। সেই শ্লোকের সারাংশ উল্লেখ করে মোদী বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের বুঝিয়ে দিয়েছেন প্রাচীন কালেও ভারতের মনোভাব কী ছিল। এই শ্লোকের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “মানবকল্যাণ এবং মানুষের খুশি সর্বদা নিশ্চিত করা উচিত।” ২০২৩ সালে জি-২০ সম্মেলনের মঞ্চ থেকে যখন মানবকল্যাণ মূলক উন্নয়নের বার্তা দেওয়ার সময়ই অতীতের এই ইতিহাসের কথা স্মরণ করিয়েছেন।
অশোকের আমলে রাজব্যবস্থা পরিচালনার বিভিন্ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা খোদিত হয়েছিল পিলারে। পালি ও সংস্কৃত ভাষার মিশ্রনে তৈরি প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল সেই সব শ্লোক। সেই শ্লোকে লেখা রয়েছে, “হেভাম লোকাসা হিত-সুখে তি, আত্মীয়ম নাতিসু হেভাম।”
ভারতের অনুষ্ঠিত জি-২০ সম্মেলনকে বার বার মানুষের সম্মেলন বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তে এই সম্মেলনের বৈঠকের আয়োজন এবং তার সঙ্গে সেখানকার স্থানীয়দের যোগদান এই বৈঠককে অন্যমাত্রা দিয়েছে বলেও দাবি করেছেন মোদী। সেই সম্মেলনের সাক্ষী হতে আমেরিকা থেকে জাপান, ব্রাজিল থেকে জার্মানির মতো বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এখন দিল্লিতে। তাঁদের সামনেই প্রাচীন ভারতের ঐতিহ্য তুলে ধরলেন মোদী।