আজ ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ অগস্টই স্বাধীনতা অর্জন করেছিল দেশ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশেই পালিত হচ্ছে আজাদির অমৃত মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ১৩ অগস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও। আজ রাজ্য তথা দেশজুড়েই প্রভাতফেরী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন কর হবে। বাড়িতে বাড়িতে জতীয় পতাকা উত্তোলনের সঙ্গে ফেসবুক, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় ঢেকেছে তিরঙ্গায়। আজ দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণও দেবেন তিনি।
রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হল।
রেড রোডের কুচকাওয়াজে লক্ষ্মীর ভান্ডারের ট্যাবলো প্রদর্শন করা হল। যার কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্য সরকারের ট্যাবলো প্রদশর্নী। স্তোত্র পাঠ মুখ্যমন্ত্রীর।
পুলিশ পদক পেলেন মনোজ মালব্য, আর রাজুশেখরন, প্রবীণ ত্রিপাঠী। উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি পেলেন অলোক রাজোরিয়া, রশিদ মুনির খান, ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ, আভারু রবীন্দ্রনাথ, রাজেশ কুমার ডেপুটি সিপি, রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া ডেপুটি সিপি, জয়ীতা বসু ডেপুটি সিপি, কামনাশিস সেন এসপি পূর্ব বর্ধমান।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।
রেড রোডে স্বাধীনতা দিবস পালন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ থেকে হেলিকপ্টারে করে করা হল পুষ্পবৃষ্টি
রেড রোডে স্বাধীনতা দিবস পালন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেওয়া হয়েছে গার্ড অব অনার। ইতিমধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মেদিনীপুরের সবচেয়ে কনিষ্ঠতম শহিদ হিসেবে লেখা হয়েছিল পুরিমাধব প্রামাণিকের নাম। তিনি কল্যাণচক গৌর মোহন ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণিতে পাঠরত ছিলেন। কিন্তু তারপরও ইতিহাসে জায়গা হয়নি তাঁদের। আক্ষেপ পূর্ব মেদিনীপুরবাসীর।
বিস্তারিত পড়ুন: Independence Day 2022: বয়স দেখে তৈরি হয় না দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে শহিদ এই ৩ কিশোরের কথা জানেন?
পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ থেকে পরিবারতন্ত্র ঘুচিয়ে ফেলা প্রয়োজন। দেশে আর চাচা-ভাতিজাবাদ চলবে না।
স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তিতে দুর্নীতি দমন নিয়ে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দুর্নীতি করে রক্ষা পেয়ে যাবেন, এই ধারণা ভুল। দুর্নীতি করলে কেউ বাঁচতে পারবেন না। দুর্নীতির বিরুদ্ধে আরও লড়াই করতে হবে। দুর্নীতিকে ঘৃণা করলে, তবেই দুর্নীতি রোখা সম্ভব। দেশ থেকে যত টাকা লুঠ হয়েছে, তা ফেরানোর চেষ্টা করতে হবে। দুর্নীতিগ্রস্তদের করুণা দেখালে চলবে না, তাদের প্রতি কঠোর মনোভাব দেখাতে হবে।”
দেশে তখন চলছে ব্রিটিশ শাসন। জেমস পেডি। এক অত্যাচারি শাসক। তৎকালীন ব্রিটিশ শাসনে তাঁর অত্যাচারের নমুনা ছিল অসংখ্য। অথচ তাঁরই নামে এখনও বর্তমান রয়েছে সরকারি দফতর। যার নাম পরিবর্তন করতে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন মালদা জেলার একদল সচেতন মানুষ।
বিস্তারিত পড়ুন: Independence Day 2022: ব্রিটিশ শাসকের নামে এখনও চলছে সরকারি দফতর, নাম পরিবর্তনের আর্জি মুখ্যমন্ত্রীকে
কৃষিকাজ থেকে শিল্প- দেশের প্রতিটি ক্ষেত্রেই হয়েছে ব্যাপক উন্নয়ন। ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে দেশ। বর্তমানে বন্দে ভারত ট্রেন গোটা বিশ্বের কাছে আকর্ষণ। যুব প্রজন্মের জন্য নতুন নতুন সুযোগের তৈরি হচ্ছে। ভারতকে আর কারোর গোলামি করতে হবে না।
উন্নতি ও অগ্রগতির পথে চলে দেশ আজ যে জায়গায় পৌঁছেছে, তা অ্নেক দেশের কাছে অনুপ্রেরণা। করোনাকালে যেভাবে দেশবাসী মিলিতভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন, তা নজির বিহীন। বর্তমানে ভারতের চিন্তাভাবনা বিশ্বকে প্রভাবিত করে। আজ আমাদের শক্তি কারোর থেকে কম নয়। এর জন্য নিজেদের উপরে গর্ব হওয়া উচিত।
স্বাধীনতার পর নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে দেশ। তবুও সমস্ত সঙ্কট কাটিয়েই এগিয়ে চলেছে ভারত।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সেনাবাহিনী, চিকিৎসাক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। স্টার্টআপ শিল্পগুলির জন্য ডিজিটাল ইন্ডিয়া এক নতুন দিশা পেয়েছে।
পঞ্চপ্রাণ সংকল্প পূরণের সময় এসে গিয়েছে। আগামী ২৫ বছরে ৫টি বড় সংকল্প পূরণ করতে হবে। এই কাজে সাহায্য করতে এগিয়ে আসতে হবে যুবসমাজকে।
In coming years,we’ve to focus on ‘Panchpran’- First, to move forward with bigger resolves & resolve of developed India; Second, erase all traces of servitude; Third,be proud of our legacy; Fourth,strength of unity& Fifth,duties of citizens which includes the PM and CMs: PM Modi pic.twitter.com/RgzPnAOuxy
— ANI (@ANI) August 15, 2022
গান গেয়ে দেশের মাহাত্ম প্রচার করতেন। এর জেরে কারাদণ্ডও হয়েছে দু’বার। কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে আসেননি তিনি। কথা হচ্ছে চারণ কবি নলিনীরঞ্জন হোতার। প্রচারের অন্তরালেই থেকে গিয়েছেন।
বিস্তারিত পড়ুন: Independence Day 2022: দেশাত্মবোধক গান গাইতেন, জেলেও গিয়েছিলেন ২ বার, সেই বিপ্লবীই রয়ে গেলেন প্রচারের অন্তরালে
In this 75-yr journey, amid hopes, aspirations, highs&lows we reached where we could with everyone’s effort. In 2014,citizens gave me the responsibility-the first person born after independence who received opportunity to sing praises of citizens of this country from Red Fort: PM pic.twitter.com/PoNJ4yvLWG
— ANI (@ANI) August 15, 2022
আমরা যখন স্বাধীনতা সংগ্রামের কথা বল্, তখন আদিবাসী সম্প্রদায়ের কথা ভুলতে পারি না। ভগবান বীরসা মুন্ডা, সিধু-কানহু, আল্লুরি সীতারামা রাজু, গোবিন্দ গুরুর মতো এমন অসংখ্য নাম রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামের কন্ঠস্বর হয়ে উঠেছিলেন।
দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা লড়াই করেছেন, যারা দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন, যেমন ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজী, সর্দার প্যাটেল, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শ্রাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, আর এম লোহিয়া, নানাজী দেশমুখ, সকলকে শ্রদ্ধা জানাই।
দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০১৪ সাল থেকে আমায় দায়িত্ব দিয়েছেন দেশবাসী। গোটা বিশ্ব বর্তমানে ভারতকে অন্য দৃষ্টিতে দেখে। যেকোনও সমস্যার সমাধানে ভারত কীভাবে লড়াই করছে, তার দিকে তাকিয়ে থাকে বিশ্ব। দেশবাসীর অনুপ্রেরণাতেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
“ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জনের পর দেশের উন্নয়নের পথ খুব সুগম ছিল না। অনেক চড়াই-উতরৈইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে দেশকে। খাদ্য সঙ্কট, সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা করতে হয়েছে। সেখান থেকে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি।” লালকেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী।
ব্রিটিশ শাসন থেকে দেশকে স্বাধীন করতে বিপ্লবীরা যে সংগ্রাম করেছিলেন, তার জন্য বিপ্লবীদের প্রণাম জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বহু সংগ্রামের পর স্বাধীনতা অর্জন করেছে দেশ। স্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবীদের আত্মবলিদান বিফলে যেতে দেওয়া যাবে না। আমাদের বীর বিল্পনবীদের স্বপ্নপূরণ করতেই হবে।”
দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর কঠোর পরিশ্রম ও সফলতার কথা উল্লেখ করে আদিবাসী সমাজকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির উদ্দেশে বক্তব্য রাখতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের সূচনাতেই তিনি বলেন, “আমি সকল ভারতীয়কে শুভেচ্ছা জানাতে চাই, যারা ভারতকে ভালবাসেন। নতুন একটি দিকে এগিয়ে চলছি আমরা।”
#WATCH Live: Prime Minister Narendra Modi addresses the nation from the ramparts of the Red Fort on #IndependenceDay (Source: DD National)
— ANI (@ANI) August 15, 2022
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী।
Delhi | PM Narendra Modi hoists the National Flag at Red Fort on the 76th Independence Day pic.twitter.com/3tzFBvWuOe
— ANI (@ANI) August 15, 2022
#WATCH Live: Prime Minister Narendra Modi addresses the nation from the ramparts of the Red Fort on #IndependenceDay (Source: DD National)
— ANI (@ANI) August 15, 2022
লালকেল্লায় শুরু হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় প্রবেশ করতেই তাঁকে সম্মান জানাতে গার্ড অব ওনার দেওয়া হল।
Delhi | PM Modi inspects the inter-services and police Guard of Honour at Red Fort pic.twitter.com/IxySt0G0r4
— ANI (@ANI) August 15, 2022
লাদাখে প্যাংগংয়ের পাড়ে জাতীয় পতাকা নিয়ে ফেরী করলেন আইটিবিপির জওয়ানরা।
#WATCH | ITBP jawans celebrate #IndependenceDay at the banks of Pangong Tso in Ladakh pic.twitter.com/xzmUuMzAyZ
— ANI (@ANI) August 15, 2022
লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।
Delhi | PM Modi arrives at Red Fort, received by Defence Minister Rajnath Singh and MoS Defence Ajay Bhatt
He will proceed towards the ramparts of Red Fort for the hoisting of the National Flag#IndependenceDay2022 pic.twitter.com/4O3stkGB7D
— ANI (@ANI) August 15, 2022
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী।
Delhi | PM Modi pays tribute to Mahatma Gandhi at Rajghat on the 76th Independence Day pic.twitter.com/1UFpkoVoAR
— ANI (@ANI) August 15, 2022
কলকাতা সহ রাজ্য জুড়ে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন। মূল অনুষ্ঠান হবে রেড রোডে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদর্শিত হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো। পুরস্কৃত করা হবে পুলিশ কর্মীদের।
মধ্যরাতে মহারাষ্ট্রের থানেতে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
Maharashtra CM Eknath Shinde attends a flag-hoisting ceremony at midnight in Thane city, on the occasion of Independence day pic.twitter.com/wr0zD905fr
— ANI (@ANI) August 14, 2022
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশ। গাজিয়াবাদ ও নয়ডা সীমান্তে চলছে নাকা চেকিং।
Delhi | Security tightened in areas of Delhi bordering Ghaziabad and Noida, amid Independence day celebrations today pic.twitter.com/82duNvbtKt
— ANI (@ANI) August 14, 2022
#WATCH | Rashtrapati Bhavan, Old Parliament building illuminated on the eve of 76th Independence Day of India pic.twitter.com/5Te4mrCgGY
— ANI (@ANI) August 14, 2022