নয়াদিল্লি: ৬জি টেলিকমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ৬জি পরিষেবা গড়ে তোলার বিষয়ে বিভিন্ন সময় নিজের মত ব্যক্ত করেছেন। সেই পথে বেশ কিছুটা এগিয়ে গেল ভারত। ভারতের সেই লক্ষ্যে পাশে থাকছে আন্তর্জাতিক মহল। রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা আইটিইউ (ITU)-এর স্টাডি গ্রুপের বৈঠকে ভারতের ৬জি প্রযুক্তির মাধ্যমে সর্বজনীন কভারেজের দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপটি পরবর্তী প্রজন্মের প্রযুক্তি স্থাপনের খরচ কমাতে এবং ভারতকে ৬জি মানের সংজ্ঞা নির্ধারণে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেবে।
আইটিইউ আন্তর্জাতিক মোবাইল টেলিকমিউকেশনের মান নির্ধারণ করে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রকাশিত ৬জি ভিশন নথিতে, ৬জি প্রযুক্তির বাস্তবায়ন সাশ্রয়ী, টেকসই এবং সর্বজনীন হওয়া উচিত বলে প্রস্তাব করা হয়েছে। স্টাডি গ্রুপের পূর্ববর্তী বৈঠকে ভারতীয় প্রতিনিধিদল IMT2030 কাঠামোতে 6G সর্বজনীন সংযোগকে একটি ব্যবহারের দৃশ্য হিসাবে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। এই প্রস্তাবটি আইটিইউ-এর স্টাডি গ্রুপের ২৫ ও ২৬ সেপ্টেম্বরের বৈঠকে গৃহীত হয়।
আইটিইউ-র NGN বিষয়ক বিশেষজ্ঞ গ্রুপের সদস্য সত্য এন গুপ্তা জানিয়েছেন, এই স্বীকৃতির মাধ্যমে ভারতের ৬জি ভিশন বিশ্বব্যাপী গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন, “স্বীকৃত প্রস্তাবগুলি প্রযুক্তি কীভাবে বিবর্তন হবে তা নির্ধারণ করে। ভারতের ৬জি প্রস্তাব গ্রহণ দেশের ভিশনকে একটি বিশ্বব্যাপী স্তরে নিয়ে এসেছে এবং ৬জি মান গঠনে অংশ নেওয়ার জন্য দেশকে সুযোগ দেয়।” এই স্বীকৃতি ভারতের জন্য একটি বড় সাফল্য। এটি ভারতকে ৬জি প্রযুক্তির বিকাশে নেতৃত্ব দেওয়ার এবং বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে তার ভূমিকা বৃদ্ধির সুযোগ করে দেবে।
এই স্বীকৃতি ভারতের জন্য শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয়। এটি একটি কূটনৈতিক সাফল্যও। ভারত বিশ্বব্যাপী প্রযুক্তিগত আলোচনায় একটি শক্তিশালী পদপ্রার্থী হয়ে উঠছে, তা বুঝিয়ে দেয় এই ঘটনা। ৬জি প্রযুক্তি একটি নতুন যুগের সূচনা করবে। এটি উচ্চ-গতির ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তির জন্য নতুন সুযোগ তৈরি করবে। ভারতের ৬জি প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে তার ভূমিকা বৃদ্ধিতে সহায়তা করবে।