INDIA Alliance: খাড়্গে নয়, INDIA-র মুখ হিসাবে এই নেতাকে পছন্দ ছিল নীতীশ কুমারের…

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 14, 2024 | 6:30 AM

Mallikarjun Kharge-Nitish Kumar: সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারকেই প্রথমে ইন্ডিয়া জোটের মুখ হতে বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে খারিজ করে দেন নীতীশ। জানান, তাঁর তুলনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে বাছা ভাল, কারণ তিনি আরও সিনিয়র।  কিন্তু লালুও নারাজ। শারীরিক অসুস্থতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানান।

INDIA Alliance: খাড়্গে নয়, INDIA-র মুখ হিসাবে এই নেতাকে পছন্দ ছিল নীতীশ কুমারের...
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি:  ইন্ডিয়া জোটের (INDIA Alliance) আরও একটি বৈঠক, আরও একবার জোটের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তবে শনিবারের ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকের সমীকরণ এত সহজ ছিল না। মুখোমুখি না হলেও, জোটসঙ্গীদের মধ্যে মন কষাকষি ধরা পড়েছিল ভার্চুয়াল স্ক্রিনেই। গতকালই জানা গিয়েছিল, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন হওয়ার জন্য প্রথমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)-কে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি প্রস্তাব খারিজ করায় জোটের মুখ হন মল্লিকার্জুন খাড়্গে। এবার আরও চাঞ্চল্যকর তথ্য জানা গেল জোটের বৈঠক নিয়ে। ইন্ডিয়া জোটের মুখ হিসাবে নীতীশ কুমারই মল্লিকার্জুন খাড়্গের নাম প্রস্তাব করলেও, তার প্রথম পছন্দ ছিল অন্য এক নেতা।

সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারকেই প্রথমে ইন্ডিয়া জোটের মুখ হতে বলা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে খারিজ করে দেন নীতীশ। জানান, তাঁর তুলনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)-কে বাছা ভাল, কারণ তিনি আরও সিনিয়র।  কিন্তু লালুও নারাজ। শারীরিক অসুস্থতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানান।

এরপরেই আসে কংগ্রেসের প্রসঙ্গ। সূত্রের খবর, কংগ্রেসের কেউ এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে বলেই দাবি করেন নীতীশ কুমার। নাম প্রস্তাব করেন রাহুল গান্ধীর (Rahul Gandhi)। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে জানান, তাঁর পক্ষেও এই মুহূর্তে জোটের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তৃণমূল স্তরের নেতাদের সঙ্গে কাজ করতেই তিনি আপাতত ব্যস্ত। তাছাড়া আজ, রবিবার থেকে ভারত ন্যয় যাত্রাও শুরু হচ্ছে। ফলে জোটের জন্য আলাদাভাবে সময় বের করতে পারবেন না আগামী এক মাস।

শেষ অবধি পরিত্রাতার ভূমিকায় আসেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। রাহুলের বদলে তিনি মল্লিকার্জুন খাড়্গেকে ইন্ডিয়া জোটের চেয়ারম্যান করার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা সেই প্রস্তাবে সমর্থন জানান। এরপরই খাড়্গের নাম চূড়ান্ত হয়।

Next Article