INDIA alliance meeting Update: খাড়্গে হবেন INDIA-র প্রধানমন্ত্রী মুখ? বৈঠকে গুগলি মমতার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 19, 2023 | 6:46 PM

INDIA alliance meeting Update: এদিনের বৈঠকে আসন ভাগাভাগি, যৌথ প্রচার পরিকল্পনা, ইতিবাচক এজেন্ডা তৈরি করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের বিপর্যয়ের প্রেক্ষিতে জোটের রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা উচিত কিনা, সেই বিষয়েও আলোচনা হতে পারে।

INDIA alliance meeting Update: খাড়্গে হবেন INDIA-র প্রধানমন্ত্রী মুখ? বৈঠকে গুগলি মমতার
বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে খাড়্গের নাম প্রস্তাব মমতার
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: শুরু হয়ে গিয়েছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কাউন্টডাউন। আর এরই মধ্যে মঙ্গলবার নয়া দিল্লির অশোকা হোটেলে বৈঠকে বসল বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক। এদিনের বৈঠকে আসন ভাগাভাগি, যৌথ প্রচার পরিকল্পনা, ইতিবাচক এজেন্ডা তৈরি করার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের বিপর্যয়ের প্রেক্ষিতে জোটের রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা উচিত কিনা, সেই বিষয়েও আলোচনা হতে পারে। একটি বিকল্প সাধারণ কর্মসূচিও তৈরি করা হতে পারে। এর আগের তিন বৈঠকে, বেসরকারিভাবে রাহুল গান্ধীকেই বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুল ধরা হচ্ছিল। তবে নির্বাচনী বিপর্যয়ের পর, অন্যান্য দলগুলির মনোভাবে অনেক বদল এসেছে। সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পরই প্রধানমন্ত্রী পদ-প্রার্থী নির্ধারণ করবে ইন্ডিয়া জোট। এই বৈঠকের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন এইখানে –

  1. কংগ্রেস সভাপতি আরও জানিয়েছেন, রাজ্য স্তরে আসন ভাগাভাগি করা হবে। যদি কোনও সমস্যা থাকে তবেই তা কেন্দ্রীয় স্তরে আলোচনা করা হবে। তিনি বলেছেন, “তামিলনাড়ু, কেরল, তেলঙ্গানা, বিহার, উত্তর প্রদেশ, দিল্লি বা পঞ্জাব –  যেখানেই হোক না কেন, আসন ভাগাভাগি নিয়ে সমস্যাগুলির সমাধান করা হবে।” জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস এবং জোটের আরও বেশ কয়েকটি দল চলতি বছরের ৩১ ডিসেম্বরকেই আসন ভাগাভাগির ডেডলাইন হিসেবে ঠিক করেছে।
  2. মল্লিকার্জুন খাড়্গেক প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, বিরোধী দলগুলি সমর্থন করলেও, সূত্রের খবর খোদ মল্লিকার্জুন খাড়্গেই এই প্রস্তাব মানতে চাননি। সাংবাদিক বৈঠকে খাড়্গে বলেছন, “আগে তো জিততে হবে। সবার আগে আমাদের জেতার দিকে নজর দেওয়া উচিত। জেতার আগে, প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচবনা করে লাভ কী? তাই আগে আমাদের জিততে হবে। তারপর দেখা যাবে।”
  3. সংসদ থেকে ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে কংগ্রেস সভাপতি বলেছেন, সংসদের অন্দরে তাঁরা যে বিষয়গুলি তুলে ধরেছেন, তাতে কোনও ভুল ছিল না। সংসদের ভিতর অনুপ্রবেশকারীরা, কীভাবে ঢুকেছিল, কার সাহায্যে ঢুকেছিল, এই বিষয়ে আলোচনা প্রয়োজন। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান চেয়েছিলাম। বৈঠকে সাংসদদের সাসপেন্ড করা অগণতান্ত্রিক বলে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
  4. ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে মোট ২৮টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। তিনি আরও জানিয়েছেন, গোটা দেশজুড়ে ৮ থেকে ১০টি যৌথ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে যৌথ কর্মসূচি শুরু করবে জোট। তিনি বলেছেন, “গণতন্ত্র বাঁচাতে চাইলে, আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। এই বিষয়ে আমরা একটি প্রস্তাব গ্রহণ করেছি।” তিনি আরও জানিয়েছেন এই জোট কীভাবে এগোবে, সেই বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
  5. বৈঠকের পর সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছেন, খুব শিঘ্রই আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে এবং ইন্ডিয়া জোটের দলগুলিকে যৌথ কর্মসূচি নিয়ে জনতার মধ্যে দেখা যাবে।
  6. সূত্রের খবর, ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নাম প্রস্তাব করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরীবালও এই প্রস্তাব সমর্থন করেছেন বলে শোনা যাচ্ছে। এমডিএমকে সাংসদ ভাইকো জানিয়েছেন, মমতার এই  প্রস্তাবের বিরোধিতা করেননি কেউ।
  7. বৈঠকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মল্লিকার্জুন খাড়্গের দাবি, সংসদ থেকে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করায়, ‘স্বৈরাচারী’ বিজেপি যে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তাঁদের এই দাবিই আরও জোরাল হল।
  8. বৈঠক শুরুর আগে, সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা এএনআই-কে বলেছেন, “এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দেশ একাধিক সংকটের মধ্যে রয়েছে। কীভাবে সংসদ চালানো হচ্ছে, সেটাই দেখুন। গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাতে হলে একটি বিকল্প সরকার প্রয়োজন। ইন্ডিয়া ব্লকই তা দিতে পারে। এই বৈঠকটি তাই গুরুত্বপূর্ণ। আমরা সম্মিলিতভাবে লড়াই করতে এবং বিজেপিকে পরাজিত করার জন্য একটি কৌশল তৈরি করব।”
  9. এদিকে, দিল্লিতে যখন জোটের বৈঠক চলছে, সেই সময়ই পটনায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি জানিয়ে পোস্টার পড়ল।
  10. বৈঠক শুরুর আগেই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসন ভাগাভাগির কাজ যত দ্রুত সম্ভব শুরু করতে হবে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেছেন, “আসন ভাগাভাগি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা উচিত। তিনটি সভা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাতে কোনও লাভ হয়নি। আজকের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ ফলাফল আসা উচিত। বৈঠকের পাশাপাশি জোটের উচিত জনগণকে বার্তা দেওয়া, যে এই জোট বিজেপির সঙ্গে লড়াই করে তাদের হারানোর ক্ষমতা রাখে।
  11. দিল্লির অশোক হোটেলে শুরু হল ইন্ডিয়া জোটের বৈঠক। কংগ্রেস নেতা সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শরদ পওয়ার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্টালিন, সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে প্রমুখ বৈঠকে যোগ দিয়েছেন।
Next Article