নয়া দিল্লি: চলতি অধিবেশনে দফায়-দফায় সাংসদ সাসপেন্ড হচ্ছেন। গত কয়েকদিনে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। যা নজিরবিহীন বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সাসপেন্ডেড সাংসদদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, ডিএমকে-সহ বিভিন্ন বিরোধী দলের একাধিক সদস্য রয়েছেন। এবার এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আগামিকাল, শুক্রবারই দিল্লির যন্তর মন্তরে ধরনা-অবস্থানে বসবেন বিরোধী সাংসদরা।
কেন্দ্রের সাংসদদের সাসপেন্ড করার ঘটনায় প্রতিবাদ-আন্দোলনে বসার ব্যাপারে সোমবার, ইন্ডিয়া জোটের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত মোতাবেকই আগামিকাল, শুক্রবার দিল্লির যন্তর মন্তরে ধরনা-অবস্থানে বসবেন বিরোধী সাংসদরা। যার মধ্যে সাসপেন্ডেড সাংসদ থেকে এখনও পর্যন্ত যাঁরা সাসপেন্ড হননি, তাঁরাও থাকবেন। দুপুর ১২টা নাগাদ ধরনা-অবস্থানে বসবেন তাঁরা। এছাড়া দেশজুড়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি চলবে। অর্থাৎ যে রাজ্যে ইন্ডিয়া জোটের যে শরিক দল রয়েছে, সেই দল প্রতিটি শহরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চালাবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হয়। সেই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব-সহ সিপিআইএমের সীতারাম ইয়েচুরির মতো সমস্ত অবিজেপি দলের নেতারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে ২০২৪-এর নির্বাচনের রণকৌশলের পাশাপাশি সাংসদদের সাসপেনশনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিও স্থির করা হয়।