নয়া দিল্লি: দেশে করোনা (COVID) পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে বাড়তি করোনা সংক্রমণ অন্যদিকে ভ্যাকসিনে ঘাটতি, সব মিলিয়ে দ্বৈত সমস্যায় পড়েছে দেশের একাধিক রাজ্য। তবে ভ্যাকসিনের ঘাটতিতে কিছুটা লাগাম টানতে পারে স্পুটনিক। মঙ্গলবারই ডিসিজিআইর অনুমোদন পেয়েছে রাশিয়ার এই প্রতিষেধক। স্পুটনিক অনুমোদন পাওয়ার পর সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানান, পরবর্তীকালে ভারত বিদেশে অনুমোদিত করোনা প্রতিষেধকগুলিকেও ছাড়পত্র দেবে। তবে টিকাকরণের আগে দেশে ১০০ জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, দেশের করোনা আক্রান্ত জেলাগুলিতে ৫৩টি কেন্দ্রীয় দল কাজ করছে। তবে সবেচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। সংক্রমণের হার বাড়ছে গুজরাট, পঞ্জাব, দিল্লি, কেরল ও হরিয়ানাতেও। বিভিন্ন রাজ্যে করোনা পরীক্ষায় দ্রুততা এসেছে। তবে রাজেশ ভূষণ জানান, আরও বেশি করে করোনা পরীক্ষা করতে হবে। করোনা সংক্রমণের গতি আগের বছরের সর্বোচ্চ গতিকেও ছাড়িয়ে গিয়েছে। এটাই সবচেয়ে চিন্তাজনক বলে জানান স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।
রাজেশ ভূষণ এ-ও জানান, দেশে মোট করোনা আক্রান্তের ৮৯.৫১ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১.২৫ শতাংশ করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন ও ৯.২৪ শতাংশ রোগীর করোনা পরীক্ষা চলছে। বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অভাব দেখা যাচ্ছে। যদিও স্বাস্থ্যমন্ত্রকের দাবি, টিকার অভাব নেই। বড় রাজ্যে ৪ দিন অন্তর ও ছোট রাজ্যগুলিতে এক সপ্তাহ অন্তর টিকা পাঠানো হচ্ছে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক। তবে ভ্যাকসিন সংক্রান্ত যে সমস্যা হচ্ছে, তা সমাধানের জন্য সরকার পরিকল্পনা করবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, বিশ্বে টিকাকরণে দ্বিতীয় ভারত। তবে একাধিক রাজ্যে ভ্যাকসিন অপচয় হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এক একটি রাজ্যে ৪ শতাংশ পর্যন্ত ভ্যাকসিন অপচয় হয়েছে বলেও অভিযোগ তাঁর। প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ১০ কোটিরও বেশি মানুষ।
আরও পড়ুন: ‘কোভিশিল্ডের মতো অত কম নয়’, কত দাম হবে তৃতীয় ভ্যাকসিন স্পুটনিক ভি-এর?