India’s Defense Export: মোদীর আমলে বিক্রি বেড়েছে ‘বন্দুকের’, রিপোর্ট তুলে ধরল খোদ কেন্দ্রীয় মন্ত্রী

India's Defense Export: তিনি আরও বলেন, '২০২৯ সালের মধ্যে ৫০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা রফতানি করবে ভারত।' ক্রমাগত পরিবর্তন হতে থাকা প্রতিরক্ষা রফতানির ব্যবসায় বিশ্বের একাধিক দেশকে রীতিমতো টেক্কা দিচ্ছে ভারত।

India's Defense Export: মোদীর আমলে বিক্রি বেড়েছে 'বন্দুকের', রিপোর্ট তুলে ধরল খোদ কেন্দ্রীয় মন্ত্রী
বাঁ দিকে মোদী, ডান দিকে রাজনাথ সিংImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 31, 2024 | 5:07 PM

নয়াদিল্লি: মোদীর আমলে ছুটছে প্রতিরক্ষার গাড়ি। ভারতের তৈরি আগ্নেয়াস্ত্র কিনছে গোটা বিশ্ব। গত দশ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানিতে আয় বেড়ে ছুঁয়ে ফেলেছে ২১ হাজার কোটি টাকার গন্ডি। যা মোদীর আমলের আগে ছিল মোট ২ হাজার কোটির।

এদিন সেনা আধিকারিকদের কাছে এমনই তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেন, ‘২০২৯ সালের মধ্যে ৫০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা রফতানি করবে ভারত।’ ক্রমাগত পরিবর্তন হতে থাকা প্রতিরক্ষা রফতানির ব্যবসায় বিশ্বের একাধিক দেশকে রীতিমতো টেক্কা দিচ্ছে ভারত। প্রযুক্তির বদল, আধুনিক দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে চলেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে, দাবি রাজনাথের।

এদিন তিনি আরও বলেন, ‘এক দশক আগেই প্রতিরক্ষা রফতানি গড় মূল্য ছিল ২ হাজার কোটি টাকা। যা দশ গুণ বৃদ্ধি ২০২৪ সালে পরিণত হয়েছে ২১ হাজার কোটি টাকায়। আর ২০২৯ সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা রফতানির পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার কোটি টাকায়। ভারতের তৈরি আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।’

তবে ভূরি ভূরি প্রশংসার পাশাপাশি রণনীতিতে আসন্ন বদল, সমস্যাগুলিকে চিহ্নিত করেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে যুদ্ধের আদপ কায়দা। তলোয়ার কিংবা বন্দুক নিয়ে যুদ্ধে পরিবর্তে, মানুষ এখন হাতিয়ার করছে তথ্য প্রযুক্তিকেও। যুদ্ধে নীতি সাজাতে ব্যবহার করছে কৃত্তিম বুদ্ধিমত্তাকেও, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মহাকাশেও। আক্রমণ সাইবার নিরাপত্তাতেও। এই সবই যুদ্ধের আধুনিক সংযোজন। আর এই সকল জটিলতার সঙ্গে লড়তে সেনাদের হতে হবে আরও শক্তিশালী, আরও বুদ্ধিদীপ্ত।’