মা বাথরুম পরিষ্কার করতেন, আনতেন খাবার, সেই ভারতী আজ কোটিপতি
Bharti Singh: নিজের প্রতিভার জোরে মন জয় করেছেন সকলের তাঁর কমিক টাইমিং থেকে শুরু করে সুবব্যহারে বুঁদ গোটা দুনিয়া। না, আজ হার ডাস্টবিন থেকে আপেল কুড়িয়ে খেতে হয় না তাঁকে। জানেন ভারতী সিং এখন ঠিক কত টাকার মালিক?
ছোটবেলাতেই বাবাকে হারান ভারতী সিং। পরিচারিকার কাজ করতেন মা। ছোটবেলাটাই আস্ত সংগ্রাম। সে যেন এক নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এ হেন ভারতী এখন কোটিপতি। নিজের প্রতিভার জোরে মন জয় করেছেন সকলের তাঁর কমিক টাইমিং থেকে শুরু করে সুবব্যহারে বুঁদ গোটা দুনিয়া। না, আজ হার ডাস্টবিন থেকে আপেল কুড়িয়ে খেতে হয় না তাঁকে। জানেন ভারতী সিং এখন ঠিক কত টাকার মালিক?
মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ভারতীর মোট সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ২৫ থেকে ৩০ কোটি টাকা। রয়েছে নিজের গাড়ি-বাড়ি। স্বামী হর্ষ লিম্বাচিয়া ও পুত্র গোলাকে নিয়ে সুখের সংসার করছেন তিনি।
নিজের সংগ্রামের কথা নিজমুখে বলতে কখনও পিছপা হননি তিনি। এর আগে সাক্ষাৎকারে তিনি বলেন, ““দেখতাম অনেকে অর্ধেক আপেল খেয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। মনে হত বার করে ওই অর্ধেকটা খেয়ে নিই। এতটাই গরীব ছিলাম আমরা। কোনও উৎসব আসত আর আমার মন খারাপ হয়ে যেত। পাড়ায় অন্য বাচ্চারা বাজি ফাটাত। আমরা গিয়ে হাততালি দিতাম যাতে সবাই ভাবে ওই বাজিটা আমার, আমি জ্বালিয়েছি।” এখানেই থামেননি তিনি। বলেছেন, “মা অন্যের ঘরে কাজ করত আর আমি বসে থাকতাম। মা টয়লেট পরিষ্কার করতেন। তারপর কাজের বাড়ি থেকে বেঁচে যাওয়া সবজি-রুটি মা’কে দিত। ওদের ওই বাসি রুটি আমাদের কাছে টাটকা। আমরা ভীষণ খুশি হয়ে যেতাম।” এত সংগ্রামের ফল তিনি পেয়েছেন অবশেষে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল কমেডিয়ান তিনি।