রাহাকে কোলে নিয়েই আলিয়াকে আদরে ভরালেন রণবীর,অনুরাগীরা লিখলেন…

রাহা কাপুর এখন ক্যামেরার প্রিয়। সেও ক্যামেরাকে ভালবাসে। আবার ক্য়ামেরাও তাকে দেখলে ফ্রেমবন্দি করতে ভোলে না। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র মেয়ে সে। বছরের শেষে বিমানবন্দরের বাইরে ফ্লাইং কিস দিতে দেখা গিয়েছিল একরত্তিকে।

রাহাকে কোলে নিয়েই আলিয়াকে আদরে ভরালেন রণবীর,অনুরাগীরা লিখলেন...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 5:00 PM

রাহা কাপুর এখন ক্যামেরার প্রিয়। সেও ক্যামেরাকে ভালবাসে। আবার ক্য়ামেরাও তাকে দেখলে ফ্রেমবন্দি করতে ভোলে না। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র মেয়ে সে। বছরের শেষে বিমানবন্দরের বাইরে ফ্লাইং কিস দিতে দেখা গিয়েছিল একরত্তিকে। এবার বর্ষবরণের রাতে রণবীর-আলিয়ার ট্রিপের ছবি প্রকাশ্যে আসতেই তা নিমেষে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। থাইল্যান্ডে সপরিবারে বর্ষবরণের সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি।

সেখানে রাহাকে কোলে নিয়েই রোম্যান্সে মজলেন রণবীর- আলিয়া। যা দেখে মুখ ফুলল খুদে রাহার। নতুন বছর উদযাপনের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। যেখানে দেখা গিয়েছে স্ত্রীকে আদরে ভরাচ্ছেন রণবীর। আর কোলে বসে রয়েছে একরত্তি।

মা-বাবা যখন চুমুতে ব্যস্ত তখন রাহার মুখ দেখে বেশ মজা পেয়েছেন অনুরাগীরা। এককথায়, সকলের মন জয় করে নিয়েছে রণবীর-আলিয়া কন্যা। নেটপাড়ার একাংশের কথায়, ‘আহারে বেচারি! কেউ পাত্তা দিচ্ছে না ভাবখানা এমন।’ কেউ লিখলেন, ‘রাহা, কী মিষ্টি!’ ৩০ ডিসেম্বর আলিয়া ভাট বাপের বাড়ির সদস্যদের নিয়ে এবং শাশুড়ি নীতু কাপুর, ননদ রিধিমা কাপুরকে নিয়ে থাইল্যান্ডে গিয়েছিলেন নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। সেখান থেকেই উদযাপনের মিষ্টি সব মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রীর ক্যাপশনে লেখা- ‘২০২৫: যেখানে ভালোবাসা পথ খুঁজে পায় এবং বাকিটা শুধু সময়ই বলে দেয়! হ্যাপি নিউ ইয়ার সকলকে।’