Sudan Clash: সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র, সাহায্যের আশ্বাস সৌদি ও সংযুক্ত আরব আমিরশাহির

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 19, 2023 | 12:25 PM

External Ministry of India: বর্তমানে সুদানের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ক্রমাগত সেনা ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে গেলে তাদের প্রাণসংশয়ের ঝুঁকি থাকতে পারে বলেই জানানো হয়েছে।   

Sudan Clash: সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উদ্যোগী কেন্দ্র, সাহায্যের আশ্বাস সৌদি ও সংযুক্ত আরব আমিরশাহির
সুদানে উত্তপ্ত পরিস্থিতি। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: চারদিন কেটে গিয়েছে, এখনও সুদানে জারি রয়েছে গৃহযুদ্ধ (Sudan Clash)। আজই সুদানের খারতুম শহরে বড়সড় বিস্ফোরণ (Blast) হয়। সুদানের সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের যে লড়াই শুরু হয়েছে, তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সুদানের গৃহযুদ্ধে এখনও অবধি কমপক্ষে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও (Indians) ছিলেন। কর্মসূত্রে সুদানে গিয়ে আটকে পড়েছেন কমপক্ষে কয়েক হাজার ভারতীয়। আটকে পড়া এই ভারতীয়দের উদ্ধারে তৎপর কেন্দ্রীয় সরকার। সুদানে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফেরাতে আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কথা বলছে ভারত সরকার,  এমনটাই সূত্রের খবর।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, সুদানের পরিস্থিতি জানতে এবং সেখানে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষিতভাবে উদ্ধার করে আনার জন্য এ দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন। দুই দেশের তরফেই ভারতকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্র সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমানে সুদানের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ক্রমাগত সেনা ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে গেলে তাদের প্রাণসংশয়ের ঝুঁকি থাকতে পারে বলেই জানানো হয়েছে। 

বিগত প্রায় এক সপ্তাহ ধরে সুদানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই জি-৭ দেশের বিদেশমন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত যাতে এই উত্তপ্ত পরিস্থিতির সমাধান করে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ থামানো হয়, তার আর্জি জানান। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করে আনতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি যথাসম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে।

চলতি সপ্তাহের সোমবারই সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নতুন করে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে আটকে পড়া ভারতীয়দের বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে আটকে পড়া ভারতীয়দের সাহায্য ও যথাযথ তথ্য দেওয়ার জন্য সর্বক্ষণের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Next Article