Russia-Ukraine War: রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাঁচাতে না পারলে বাড়তে পারে ভোজ্য তেল, সারের দাম! বিকল্প ‘পেমেন্ট সিস্টেমে’র খোঁজে ভারত

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 13, 2022 | 7:46 PM

Russia India Trade: রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালু রাখতে বিকল্প পথের খোঁজ চালাচ্ছে ভারত। এই নিয়ে এক শীর্ষস্তরের এক প্যানেলও গঠন করা হয়েছে বলে সরকারি এক সূত্র মারফত খবর। সার ও ভোজ্য তেলের আমদানির ক্ষেত্র যাতে সচল থাকে তার জন্য প্রয়োজনীয় বিকল্প পথ পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন ওই শীর্ষ প্যানেলের সদস্যরা।

Russia-Ukraine War: রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাঁচাতে না পারলে বাড়তে পারে ভোজ্য তেল, সারের দাম! বিকল্প পেমেন্ট সিস্টেমের খোঁজে ভারত
রাশিয়ার সঙ্গে বাণিজ্যের বিকল্প উপায় খুঁজছে ভারত

Follow Us

নয়া দিল্লি : রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ (Russia-Ukraine War) ঘোষণার পরই পশ্চিমের দেশগুলি পুতিনের দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে। এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালু রাখতে বিকল্প পথের খোঁজ চালাচ্ছে ভারত। এই নিয়ে এক শীর্ষস্তরের এক প্যানেলও গঠন করা হয়েছে বলে সরকারি এক সূত্র মারফত খবর। সার ও ভোজ্য তেলের আমদানির ক্ষেত্র যাতে সচল থাকে তার জন্য প্রয়োজনীয় বিকল্প পথ পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন ওই শীর্ষ প্যানেলের সদস্যরা। পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর যে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার প্রভাব ভারতীয় অর্থনীতিতে কীভাবে পড়ছে, সেই সব খতিয়ে দেখছে ওই প্যানেল।

প্যানেলে নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব অজয় শেঠ। এর পাশাপাশি, খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক, সার, বাণিজ্য, বিদেশ মন্ত্রক ও পেট্রোলিয়াম মন্ত্রকের শীর্ষ আমলারও রয়েছেন ওই প্যানেলে। রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞার প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন দেশের উপর পড়তে শুরু করেছে। নিম্নমুখী একাধিক দেশের মুদ্রার দর, সেই তালিকায় রয়েছে ভারতীয় টাকাও। তেলের দাম হু হু বাড়ছে, সাপ্লাই চেন কার্যত ভেঙে পড়েছে। বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কোন ব্যাঙ্কের মাধ্যমে বাণিজ্য চালু রাখার চিন্তাভাবনা চলছে, সেই নাম অবশ্য প্রকাশ্যে আনেনি সরকারি ওই সূত্র। তবে দেশের ভোজ্য তেল ও সারের আমদানিতে যাতে কোনও সমস্যা না হয়, তা অগ্রাধিকার দিয়ে দেখছে ভারত।

এই দুটি জিনিসের সিংহভাগই ভারত আমদানি করে। আর তাই এই দুইয়ের ক্ষেত্রে ঘাটতি দেখা গেলে, তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতে। খাদ্যের দাম বাড়তে পারে। সামনেই খারিফ শস্য চাষের সময়, তার আগে কৃষি ক্ষেত্রে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক, এসবিআই ও ইউকো ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে বিকল্প ব্যবস্থা নিয়ে।

উল্লেখ্য, এর আগে আমেরিকা যখন ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই সময় ইরান থেকে তেল আমদানির জন্যও একটি পেমেন্ট মেকানিজ়ম তৈরি করেছিল ভারত। সেই সময় ইউকো ব্যাঙ্ক একটি পেমেন্ট মেকানিজম তৈরি করেছিল, যাকে বলা হয় ‘ভসট্রো অ্যাকাউন্ট’। জানা গিয়েছে, এই বিকল্প পেমেন্ট মেকানিজমটিও সেই রকমই হতে চলেছে।

আরও পড়ুন : Devendra Fadnavis: ‘সংবাদ মাধ্যমকে কোনও তথ্য দিইনি’, সরকারি তথ্যের গোপনীয়তা ভাঙার অভিযোগ ওড়ালেন ফড়নবীস

আরও পড়ুন : Yogi meets Modi: কেমন হবে নতুন মন্ত্রিসভা? কে হবেন ডেপুটি? মোদীর পরামর্শ নিতে হাজির যোগী

Next Article