নয়া দিল্লি: ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নভঙ্গ। বুধবার (৭ জুলাই), প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তিতে ৫০ কেজি ওজন বিভাগে, সোনার লক্ষ্যে নামার কথা ছিল বিনেশ ফোগাটের। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের সুসাকিকে পরাস্ত করেছিলেন বিনেশ। তারপর সেমিতে কিউবার গুজম্যানকে। বুক বেঁধে তৈরি হচ্ছিলেন সারা দেশবাসী। কিন্তু, এদিন সকালেই এসেছে দুঃসংবাদ। ওজন বেশি হওয়ার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি। সারা দেশের এই হতাশা ভাগ করে নিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যও। এদিন লোকসভায় তিনি জানালেন ভারতের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে যাতে বিনেশকে ফের প্রতিযোগিতায় ফিরিয়ে আনা যায়। সেই সঙ্গে, বিনেশকে অলিম্পিক প্রস্তুতির জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সবরকম সহায়তা করা হয়েছিল, তাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
মনসুখ মান্ডব্য জানান, প্যরিসের স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকালে অন্যান্য কুস্তিগীরদের সঙ্গে বিনেশেরও ওজন মাপা হয়। ৫০ কেজির মধ্যে ওজন থাকা উচিত ছিল তাঁর। কিন্তু, বিনেশ ফোগাটের ওজন আসে ৫০ কেজি ১০০ গ্রাম। এই ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণেই প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় কুস্তিগীরকে। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, ওজন বেশি হলে ওই প্রতিযোগীকে পদকের দৌড় থেকে সরিয়ে তালিকার একেবারে শেষে রাখা হয়। বিনেশের ক্ষেত্রেও তাই ঘটেছে। তবে, হাল ছাড়ছে না ভারত। এই বিষয়ে আন্তর্জাতিক কুস্তি সংস্থার কাছে কড়া আপত্তি জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি, পিটি উষা বর্তমানে প্যারিসেই আছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে কথা বলেছেন। তাঁকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।
এর পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, বিনেশকে অলিম্পিকের প্রস্তুতির জন্য সকল সহায়তা করেছে সরকার। তাঁর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত কর্মী নিয়োগ করা হয়েছে। হাঙ্গারির বিখ্যাত কোচ ওলেস আকোস এবং ফিজিও অশ্বিনী পাটিল তাঁর সঙ্গে সবসময় থাকেন। এছাড়া, দুজন স্পারিং পার্টনার্স (অনুশীলনের সহযোগী), স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং বিশেষজ্ঞ রাখার জন্য বিনেশকে অর্থ সহায়তা করেছে মোদী সরকার।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, টোকিও অলিম্পিকের জন্য বিনেশ ফোগাটকে, ১ কোটি ১৩ লক্ষ ৯৮ হাজার ২২৪ টাকা দিয়েছিল সরকার। প্যারিস অলিম্পিকের প্রস্তুতির জন্য ৭০ লক্ষ ৪৫ হাজার ৭৭৫ টাকার সহায়তা দেওয়া হয়েছে। স্পেন, ফ্রান্স, হাঙ্গারি, বুলগেরিয়ার মতো বিভিন্ন দেশে প্রতিযোগিতায় এবং প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে অর্থ সহায়তা করা হয়েছে। রিহ্যাব প্রক্রিয়ার জন্য আবশ্যক উপকরণ কেনার জন্যও সাহায্য করা হয়েছে।