Air Taxi: ৯০ মিনিটের পথ পেরতে লাগবে মাত্র ৭ মিনিট! ভারতেও এবার চালু হচ্ছে এয়ার ট্যাক্সি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 10, 2023 | 1:25 PM

Aviation: ই-এয়ারক্রাফ্ট বা এয়ার ট্যাক্সির নাম 'মিডনাইট'। এই ট্য়াক্সি পাইলট ছাড়া সর্বাধিক চারজন যাত্রী বহন করতে পারে। আপাতত সর্বাধিক ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার অবধি এই এয়ার ট্য়াক্সি চলতে পারে। তবে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার আগে মাইলেজ আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। 

Air Taxi: ৯০ মিনিটের পথ পেরতে লাগবে মাত্র ৭ মিনিট! ভারতেও এবার চালু হচ্ছে এয়ার ট্যাক্সি
এমনই দেখতে হবে এয়ার ট্যাক্সি।
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: দুপুর ২টোয় স্কুল ছুটি হয়েছিল, পড়ুয়ারা বাড়ি ঢুকেছিল রাত ৯টায়। না, মাঝপথে কোথাও হারিয়ে যায়নি স্কুলবাস। ঘণ্টার পর ঘণ্টা বাস দাঁড়িয়েছিল যানজটে। এটা বেঙ্গালুরুর নিত্যদিনের চিত্র। অফিস টাইমে হোক বা উৎসবের মরশুম, বড় বড় মেট্রো শহরগুলি অন্যতম সমস্যা এখন যানজট (Traffic Jam)। বেঙ্গালুরুতে এক কিলোমিটার রাস্তা পার করতেই দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায় অফিস টাইমে। প্রায় একই চিত্র মুম্বইয়ে। কলকাতাতেও প্রায় সময়ই এমন যানজট দেখা যায়। তবে চিন্তার কারণ নেই। আর কয়েক বছর অপেক্ষা করলেই এই যানজটের সমস্যা থাকবে না। পথেঘাটের জ্যাম এড়িয়ে আপনি উড়তে পারবেন আকাশে।

ভারতে এবার আসতে চলেছে এয়ার ট্যাক্সি। আগামী ২০২৬ সালের মধ্যেই দেশে চালু হতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি (Air Taxi)। বৃহস্পতিবারই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, তারা ভারতে এয়ার ট্যাক্সি আনতে চলেছে। ইন্টারগ্লোব ও মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের মিলিত উদ্যোগেই এই এয়ার ট্যাক্সি আনা হবে।

দুই সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্বের সবথেকে জনবহুল দেশগুলিতে যানজট একটা বড় সমস্যা। জনসংখ্যা ও গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাটে যানজটও ক্রমাগত বেড়েই চলেছে। সেক্ষেত্রেই সমাধান হিসাবে উঠে আসছে এয়ার ট্যাক্সি।

মার্কিন সংস্থা আর্চার এভিয়েশন ইলেকট্রিক ভার্টিকাল টেকঅফ ও ল্য়ান্ডিং এয়ারক্রাফ্ট তৈরি করেছে। একে আকাশযানের ভবিষ্যৎ বলা হচ্ছে। তারাই এবার এয়ার ট্য়াক্সি আনছে।

কেমন হবে এই ‘এয়ার ট্যাক্সি’?

ই-এয়ারক্রাফ্ট বা এয়ার ট্যাক্সির নাম ‘মিডনাইট’। এই ট্য়াক্সি পাইলট ছাড়া সর্বাধিক চারজন যাত্রী বহন করতে পারে। আপাতত সর্বাধিক ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার অবধি এই এয়ার ট্য়াক্সি চলতে পারে। তবে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার আগে মাইলেজ আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

প্রাথমিক স্তরে দিল্লিতেই এয়ার ট্য়াক্সি চালু করা হবে। ২০০টি এয়ারক্রাফ্ট নিয়ে এই পরিষেবা চালু হবে। পরের ধাপে মুম্বই, বেঙ্গালুরুতেও এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে।

কত সময় বাঁচবে এয়ার ট্যাক্সিতে?

গাড়িতে যে পথ অতিক্রম করতে কমপক্ষে ৬০ থেকে ৯০ মিনিট লাগে, সেই পথ অতিক্রম করতে এয়ার ট্য়াক্সিতে মাত্র ৭ মিনিট সময় লাগবে।

Next Article