Wheat Import: ‘অন্নদাতা’ ভারতই এবার আমদানি করবে গম? জল্পনা উড়িয়ে কেন্দ্র জানাল…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 21, 2022 | 5:36 PM

Wheat Import: কম উৎপাদনের কারণেই এবার রফতানি শুরু করা তো দূরের কথা, বরং বিদেশ থেকে গম আমদানিরই চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র।

Wheat Import: অন্নদাতা ভারতই এবার আমদানি করবে গম? জল্পনা উড়িয়ে কেন্দ্র জানাল...
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই গত মে মাসে কেন্দ্রের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিদেশে রফতানি বন্ধ করে দেওয়া হয়েছিল গম ও আটার রফতানি। বেশ কিছু দেশের তরফে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হলেও, দেশের নাগরিকদের সুরক্ষাই অগ্রগণ্যতা পাবে বলে জানিয়েছিল মোদী সরকার। রফতানিতে নিষেধাজ্ঞা জারি করার পরই কেন্দ্রের তরফে আটা ও গমের দাম নিয়ন্ত্রণে আনা হয় এবং দেশে জোগানও বৃদ্ধি পায়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরই বিশ্বে যখন নতুন করে খাদ্য সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ভারত গোটা বিশ্বের মুখে অন্ন তুলে দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রীর এই ঘোষণার চার মাসও কাটেনি, এরই মধ্যে এবার জল্পনা শুরু হল যে ভারত হয়তো গম আমদানি করতে পারে। এমনটাই দাবি করা হয়েছিল রয়টার্সের রিপোর্টে। কিন্তু কেন্দ্রের তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হল।

কেন্দ্রের তরফে গম আমদানি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, এমনই দাবি করা হয়েছিল রয়টার্সের রিপোর্টে। গত মার্চেই দেশজুড়ে যে তাপপ্রবাহ শুরু হয়েছিল, তার প্রভাব পড়েছিল গম উৎপাদনে। দেশজুড়ে গম ও আটার দাম বাড়ার অন্যতম কারণ ছিল উৎপাদন কম হওয়া। প্রতি বছরের মতো এই বছর গম উৎপাদন হবে না, এটা আন্দাজ করতে পেরেই কেন্দ্রের তরফে মে মাসের মাঝামাঝি সময়ে গমের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

কম উৎপাদনের কারণেই এবার রফতানি শুরু করা তো দূরের কথা, বরং বিদেশ থেকে গম আমদানিরই চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র, এমনটাই দাবি করা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে গমের আমদানির উপরে যে ৪০ শতাংশ কর রয়েছে, তা কমিয়ে বা তুলে দিয়ে দেশের গমের মিলগুলিকে আমদানির অনুমতি দেওয়া হতে পারে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্বের গম সরবরাহে প্রভাব পড়েছে, তা মাথায় রেখেই বিদেশ থেকে গম আমদানির চিন্তাভাবনা শুরু করা হয়েছে। বর্তমানে বিশ্ব বাজারের তুলনায় ভারতে গমের দাম কম রয়েছে, এর উপরে যদি গম আমদানি করা হয়, তবে দেশের শস্য জোগানে আরও সুবিধা হবে।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক ভারত। কিন্তু দেশেই বিপুল চাহিদা থাকায় কখনই ভারত বিশেষ রফতানি করেনি। উৎপাদানের মাত্র ০.০২ শতাংশ প্রতি বছর বিদেশে রফতানি করা হয়।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গমের উৎপাদন সঙ্কটের কারণে এবার ভারত বিদেশ থেকে গম আমদানি করবে, এই তথ্য সম্পূর্ণ ভুল। কেন্দ্রের এমন কোনও পরিকল্পনা নেই। দেশের চাহিদা মেটানোর জন্য যথাযথ গমের জোগান রয়েছে।

Next Article