AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Conflict: যুদ্ধের ইঙ্গিত? সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তান সেনাবাহিনী

India-Pakistan Conflict: এ দিন উইং কম্যান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের তাদের সেনা এগোনোর সিদ্ধান্ত আক্রমণাত্বক অভিপ্রায়কেই  ইঙ্গিত দিচ্ছে।

India-Pakistan Conflict: যুদ্ধের ইঙ্গিত? সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তান এগোচ্ছে সেনা।Image Credit: TV9 বাংলা
| Updated on: May 10, 2025 | 12:03 PM
Share

নয়া দিল্লি: সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান। লাগাতার গোলাবর্ষণ তো করছিলই, এবার সীমান্তে বাহিনী এগোতে শুরু করল। ভারত সরকারের তরফেই এই তথ্য জানানো হয়েছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

শনিবার সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান,পাকিস্তান চার রাজ্যে মোট ২৬টি মিলিটারি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ভারতও পাল্টা জবাবে ৪টি পাকিস্তানি এয়ারবেসে হামলা চালিয়েছে। পাকিস্তান সেনা সীমান্তে তাদের বাহিনী এগোনো শুরু করতেই ভারতও তাদের সেনাকে প্রস্তুত রেখেছে এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

এ দিন উইং কম্যান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের তাদের সেনা এগোনোর সিদ্ধান্ত আক্রমণাত্বক অভিপ্রায়কেই  ইঙ্গিত দিচ্ছে। কর্নেল সোফিয়া বলেন, ” পাকিস্তান মিলিটারি সীমান্তে তাদের বাহিনী এগোচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এটা। তবে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনও আক্রমণের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। ”

প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, গতকাল সারা রাত ধরে পাকিস্তান হামলা চালিয়েছে। উধমপুর, পাঠানকোট, ভূজ, ভাটিন্ডা সহ ২৬টি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছে। রাত ১টা ৪০ মিনিট নাগাদ পাকিস্তান হাই স্পিড মিসাইল দিয়ে পঞ্জাবের একটি এয়ারবেসে হামলা চালানোর চেষ্টা করেছিল। ভারত সেই হামলাও প্রতিহত করেছে। ভারতের পশ্চিম সীমান্তে একটানা ড্রোন, যুদ্ধবিমান, এমনকী লং রেঞ্জ মিসাইল দিয়েও হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।