India Pakistan tension: বেজে উঠল গ্রামের বাড়ির ল্যান্ডফোন! পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী
India Pakistan tension: পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য়ু হয় ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েক। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা মুরলী। ২০২২ সালে সেনার ৮৫১ লাইট রেজিমেন্টে যোগ দেন তিনি।

নয়া দিল্লি: বৃহস্পতিবার রাত আটটার পর থেকেই গোলাবর্ষণ শুরু করেছিল পাকিস্তান। একাধিক শহরে তখন বাজছে সাইরেন। মুরলীর বাড়ির লোক টিভিতে দেখছিলেন সে খবর। তারপর একটা সময়ে ঘুমোতে চলে যান। রাত তিনটে। বেজে ওঠে মুরলীর বাড়ির ল্যান্ড ফোন। বাড়ির এক সদস্য ফোনটা ধরেন। অপর প্রান্ত থেকে মৃদু কন্ঠে জানানো হয়, পাকিস্তানের ছোড়া গোলায় আহত হয়েছেন মুরলী নায়েক। বুকের ভেতরটা কেঁপে উঠেছিল বিএসএফ জওয়ান মুরলী নায়েকের পরিবারের সদস্যদের। ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন তাঁরা। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই আবার আসে ফোন। তখনও ভোরের আলো স্পষ্টভাবে ফোটেনি। ফোনে জানানো হয়, মুরলী নায়েকের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য়ু হয় ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েক। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা মুরলী। ২০২২ সালে সেনার ৮৫১ লাইট রেজিমেন্টে যোগ দেন তিনি। মুরলীর বাবা এবং মা দিনমজুরের কাজ করতেন মুম্বইয়ে। ছোটবেলা থেকেই দেশের কাজে যুক্ত হওয়ার স্বপ্ন ছিল মুরলীর। সে স্বপ্ন পূরণও করেন। সেনায় মুরলী চাকরি পাওয়ার পর সেই কাজ ছেড়ে গ্রামে ফেরেন তাঁর বাবা-মা।
‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ব্যাপক হারে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার উরি সেক্টরে কর্মরত ছিলেন মুরলী। পাকিস্তান যখন গোলাবর্ষণ শুরু হয়ে, আহত হন তিনি। তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় তাঁকে। কিন্তু সাড়া দেননি তিনি।

