AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Tension: শেষমেশ আত্মসমর্পণ পাকিস্তানের! জয়সলমীরে ধ্বংস হচ্ছে একের পর এক পাক মিসাইল

India Pakistan Tension: সংঘর্ষ বিরতির কথা বলে ফের মিসাইল ছুড়েছে পাকিস্তান। তাই বেইমান পাকিস্তানকে ভরসা রাখছে না ভারত। পাকিস্তান এয়ারস্পেস খুললেও দিল্লি চূড়ান্ত সতর্ক। এখনও বন্ধ রাখা হয়েছে পশ্চিম ও উত্তর ভারতের ৩২ টি বিমানবন্দর।

India Pakistan Tension: শেষমেশ আত্মসমর্পণ পাকিস্তানের! জয়সলমীরে ধ্বংস হচ্ছে একের পর এক পাক মিসাইল
জয়সলমীরে পাক মিসাইল নিষ্ক্রিয়করণ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2025 | 3:00 PM
Share

জয়সলমীর: মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। জয়সলমীরে পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে বাহিনী। বিকট শব্দে কেঁপে উঠছে এলাকা। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

সংঘর্ষ বিরতির কথা বলে ফের মিসাইল ছুড়েছে পাকিস্তান। তাই বেইমান পাকিস্তানকে ভরসা রাখছে না ভারত। পাকিস্তান এয়ারস্পেস খুললেও দিল্লি চূড়ান্ত সতর্ক। এখনও বন্ধ রাখা হয়েছে পশ্চিম ও উত্তর ভারতের ৩২ টি বিমানবন্দর। গত পাঁচ দিনের সংঘর্ষে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। প্রায় সব মিসাইল-ড্রোনই ধ্বংস করেছে ভারত। ভারতের দাবি, গুঁড়িয়ে গিয়েছে লস্কর ও জইশের সদর দফতর। ক্ষতিগ্রস্ত হয়েছে চিনের তৈরি পাক এয়ার ডিফেন্স। পাকিস্তান ২০২০ সালে পর্যন্ত অস্ত্র আমদানি করত চিনের কাছ থেকে। ২০২০-২০২৪, চার বছরের ৮১ শতাংশ অস্ত্র আমদানি করেছে চিনের কাছ থেকে।

পাঁচ দিনের সংঘর্ষের পর এবার সুর নরম পাকিস্তানের। গত শনিবার বিকেলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। কিন্তু ঘণ্টা দেড়েকের মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান।