India’s COVID-19 Update: হাফ সেঞ্চুরি পার মৃতের সংখ্যায়, টানা ৩ দিন ধরে ২০ হাজারের উপরে রইল দৈনিক সংক্রমণ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 16, 2022 | 11:13 AM

India's COVID-19 Update: স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭৬০। দেশের মোট আক্রান্তের ০.৩২ শতাংশই সক্রিয় রোগী। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার।

Indias COVID-19 Update: হাফ সেঞ্চুরি পার মৃতের সংখ্যায়, টানা ৩ দিন ধরে ২০ হাজারের উপরে রইল দৈনিক সংক্রমণ

Follow Us

নয়া দিল্লি: করোনা নিয়ে অসচেতনতার ফল মিলছে হাতেনাতে। পরপর তিনদিন ধরে ২০ হাজারের উপরেই রইল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন। একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ১ লক্ষ ৪০ হাজারের গণ্ডি পার করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর গত বৃহস্পতিবারই প্রথম দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ২০ হাজারের গণ্ডি পার করেছিল। তারপর থেকে সংক্রমণের কাঁটা ওই ২০ হাজারের গণ্ডিতেই আটকে রয়েছে। এ দিনও দেশে নতুন করে ২০ হাজার ৪৪ জন করোনা আক্রান্তের খোঁজ মেলায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৭ লক্ষ ৩০ হাজার ৭১-এ। গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০-এ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৭৬০। দেশের মোট আক্রান্তের ০.৩২ শতাংশই সক্রিয় রোগী। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনেই করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৩০১ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। অন্যদিকে, দৈনিক সংক্রমণের হার ৪.৮০ শতাংশে পৌঁছেছে। সাপ্তাহিক সংক্রমণের হারও ৪.৪০ শতাংশে পৌঁছেছে।

রাজ্যের সংক্রমণ-

দেশের যে পাঁচ রাজ্য থেকে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে, তার মধ্যে কেরল, মহারাষ্ট্রের পরই পশ্চিমবঙ্গের নাম রয়েছে।  রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য় অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে ৩ হাজার ৬৭-তে পৌঁছেছে।একদিনেই রাজ্যে সংক্রমণে মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্তের সংখ্য়া বাড়ার পাশাপাশি হু হু করে বাড়ছে সংক্রমণের হারও। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ১৯.৫ শতাংশ।

Next Article