New Delhi: অরুণাচল প্রদেশের ১১ জায়গার নতুন নামকরণ চিনের, ধুয়ে দিল ভারত

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 04, 2023 | 1:44 PM

চিনের দেওয়া নামকরণ খারিজ করে দিয়ে পাল্টা দাবি জানাল বিদেশ মন্ত্রক।

New Delhi: অরুণাচল প্রদেশের ১১ জায়গার নতুন নামকরণ চিনের, ধুয়ে দিল ভারত
ভারতের সীমান্তবর্তী গ্রাম।

Follow Us

নয়া দিল্লি: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১১টি নাম জায়গার নাম বদল করে নতুন তালিকা প্রকাশ করেছে চিন। শুধু তাই নয়, সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলেও দাবি জানিয়েছে। চিনের (China) এই উদ্দেশ্যোপ্রণোদিত পদক্ষেপের কড়া জবাব দিল নয়া দিল্লি। চিনের দেওয়া নামকরণ খারিজ করে দিয়ে বিদেশ মন্ত্রকের (External Affairs Ministry) পাল্টা দাবি, “এই রাজ্য সর্বদা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।” চিনের এই পদক্ষেপ সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi)।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পর্বতশৃঙ্গ, নদী-সহ অরুণাচল প্রদেশের মোট ১১টি জায়গার নাম বদল করে তালিকা প্রকাশ করেছে চিন। এর তীব্র নিন্দা করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়া দিল্লি। মঙ্গলবার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। বিবৃতিতে তিনি জানিয়েছেন, “আমরা রিপোর্টটি দেখেছি। চিনের এই ধরনের পদক্ষেপ এটাই প্রথম নয়। আমরা সরাসরি এটা প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশের সর্বদা ভারতের অন্তর্ভুক্ত ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অন্য নামকরণ করার প্রচেষ্টা করে এটার বদল ঘটাতে পারবে না।”

জানা গিয়েছে, সম্প্রতি অরুণাচল প্রদেশের যে ১১টি জায়গার নতুন নামকরণ করে রিপোর্ট পেশ করেছে চিন, তার মধ্যে রয়েছে ৫টি পর্বতশৃঙ্গ, ২টি নদী, দুটি স্থলভাগ এবং ২টি বসতি এলাকা। এর আগে ২০১৮ এবং ২০২১ সালে এরকম একটি তালিকা প্রকাশ করেছিল চিন। সেটিতেও এবারের তালিকায় থাকা ২টি পর্বতশৃঙ্গের নাম ছিল। ২০২১ সালের তালিকায় মোট ১৫টি জায়গার নতুন নামকরণ করা হয়েছিল। তার আগে ২০১৭ সালেও ৬টি জায়গার নতুন নামকরণ করে তালিকা প্রকাশ করে চিন।

উল্লেখ্য, তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ২০১৭ সালে অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার পরই প্রথমবার পর্বতবেষ্টিত এই রাজ্যের ৬টি জায়গার নতুন নামকরণ করে তালিকা প্রকাশ করে চিন। বর্তমানে লাদাখে ভারত-চিন সংঘাত আবহে আবার অরুণাচলের কয়েকটি জায়গার নতুন সেই আবহে ঘৃতাহুতি করার চেষ্টা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও কিছুদিন আগেই LAC-তে চিনের কার্যকলাপের নিন্দায় সরব হয়েছিল আমেরিকা। এব্যাপারে ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে হুঁশিয়ারিও দিয়েছে হোয়াইট হাউস।

Next Article