নয়া দিল্লি: দেশে ফের থাবা বসাচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। একটু একটু করে ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) কর্তৃক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮। আজ সংক্রমণ ৩ হাজারের উপরে থাকলেও। গতকালের তুলনায় তা অনেকটাই কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গতকাল মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৬৪১। আজ তা অনেকটাই কমেছে।
আজ পর্যন্ত দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১৭৯। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট রয়েছে ১.৮৪ শতাংশ। সেখানে সাপ্তাহিক পজিটিভিটি রয়েছে ২.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ১ লক্ষ ৬৪ হাজার ৭৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই রাতারাতি উচ্চ পর্যায়ের বৈঠক করে কেন্দ্র। প্রথম থেকেই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। কোভিডের লক্ষণ রয়েছে এমন রোগীদের মাস্ক পরার পরামর্শও দেওয়া হয় কেন্দ্রের তরফে। এদিকে দেশের সব রাজ্যের মধ্য়ে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানার পরিস্থিতি কিছুটা খারাপ। এই আবহে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, কলেজ ও ব্যাঙ্কে কর্মরতদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্রের এক জেলা প্রশাসন। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন উদ্বেগের কোনও কারণ নেই। তবে সতর্ক থাকতে হবে।