COVID-19 Update: সপ্তাহ শেষে সামান্য স্বস্তি করোনা সংক্রমণে, ৩ হাজারের গণ্ডির নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 01, 2023 | 12:28 PM

COVID-19 Update: শুক্রবারই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছিল। শুক্রবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫ জন।

COVID-19 Update: সপ্তাহ শেষে সামান্য স্বস্তি করোনা সংক্রমণে, ৩ হাজারের গণ্ডির নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা
সামান্য স্বস্তি করোনা সংক্রমণে।

Follow Us

নয়া দিল্লি: সপ্তাহ শেষে মিলল সামান্য স্বস্তি। সামান্য কমল দেশের করোনা সংক্রমণ(COVID-19)। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই ফের একবার ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। চলতি সপ্তাহেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছিল। শনিবার সেই দৈনিক আক্রান্তের সংখ্যাই সামান্য কমে ২৯৯৫-এ দাঁড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের (Union Health Ministry) তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৯৫ জন। এই নিয়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজারের গণ্ডি পার করল। তবে আশা দেখাচ্ছে সুস্থতার হার (Recovery Rate)। দেশে এখনও অবধি মোট ৪ কোটি ৪১  লক্ষ ৭১ হাজার ৫৫১ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

শুক্রবারই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছিল। শুক্রবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০১ কমে ২ হাজার ৯৯৫-এ দাঁড়িয়েছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৫৪। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮৪০ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। অন্যদিকে, দৈনিক সংক্রমণ প্রায় ৩ হাজারের গণ্ডিতে থাকায় দৈনিক সংক্রমণের হার ২.০৯ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে। সাপ্তাহিক সংক্রমণের হার ২.০৩ শতাংশ।

দেশে ফের একবার করোনা সংক্রমণ বাড়তেই কেন্দ্রীয় সরকারের তরফে ফের একবার করোনাবিধি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ি থেকে বের হলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে বিশেষজ্ঞরা করোনার নতুন এক্সবিবি.১.১৬ ভ্য়ারিয়েন্ট (XBB.1.16 variant)-কেই দায়ী করেছেন। তবে এখনই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও বুস্টার ডোজ নেওয়ার পরামর্শই দেওয়া হয়েছে।

Next Article