নয়া দিল্লি: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ(COVID-19)। একলাফে ১৭ হাজারের গণ্ডিতে পৌঁছে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন। অর্থাৎ একদিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক ধাক্কায় অনেকটা বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২১ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩৪ লক্ষ ৭ হাজার ৪৬-এ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২০-তে। দেশে মৃত্য়ু হার ১.২১ শতাংশ। এক ধাক্কায় দেশে সংক্রমণের হারও বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে সংক্রমণের হার ৫.৬২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ৩.৩৯ শতাংশ। অন্যদিকে, দেশে সুস্থতার হার ৯৮ শতাংশেই আটকে রয়েছে।
এর আগে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজার পার করেছিল ২৪ জুন। একদিনেই করোনা আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ৩৩৬ জন, যা চলতি বছরের ২০ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ সংক্রমণ ছিল।
রাজ্য়ভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৯৩ জন। দিল্লিতেও বেশ কিছুটা বেড়েছে সংক্রমণ। বিগত একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯১ জন। কেরলেও ঊর্ধ্বমুখী সংক্রমণ।
রাজ্যেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। সংক্রমণ বাড়তেই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাজ্যে মোট ১১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, রাজ্যে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন।