নয়া দিল্লি: ভারত সঠিক পথেই চলছে। দেশের অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট আশাব্যাঞ্জক স্থানে রয়েছে ভারত। সম্প্রতি Ipspos-এর “What Worries the World Global Survey”-তে এমনই তথ্য উঠে এসেছে। এশিয়ার মার্কেটে আশাব্যাঞ্জক দেশের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতের আগে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
Ipspos-এর সমীক্ষা অনুসারে, এশিয়ার মোট ২৯টি দেশের ২৪,৭৩৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে সমীক্ষা চালানো হয়। মূলত, দেশ সঠিক পথে চলছে কিনা তা নিয়ে সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতীয়দের অধিকাংশই আশাবাদী। এশিয়ার বাজারে ভবিষ্যৎ আশা ও স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সিঙ্গাপুরের ৮২ শতাংশ ও ইন্দোনেশিয়ার ৮০ শতাংশ বাসিন্দা আশাবাদী। অন্যদিকে, ভারতের শহরাঞ্চলের ৭২ শতাংশ মানুষ দেশের ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আশাবাদী। ভারতের পরে আশাব্যাঞ্জক স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ড (৬৬ শতাংশ) ও মালয়েশিয়া ৬৫ শতাংশ।
Ipspos-এর সিইও অমিত আম্বেদকর বলেন, ভারতের বাজার খুবই আশাব্যাঞ্জক। বিশেষত, শহরের বাসিন্দারা দেশ সঠিকপথে এগোচ্ছে বলে বিশ্বাস করেন। এটাই বাস্তব। বর্তমানে ভারত বিশ্ব অর্থবীতিতে পঞ্চম স্থানে রয়েছে। বিশ্ব সংকটের সময় যখন বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে, তখনও ভারত স্থিতিস্থাপকতা বজায় রেখেছে।
ভারতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে Ipspos-এর সিইও আরও জানান, বর্তমানে মুদ্রাস্ফীতি বিশ্বের সঙ্গে ভারতেরও উদ্বেগের বিষয়। তবে ভারতের খাদ্যদ্রব্যের মূদ্রাস্ফীতি তুলনামূলক কম। বেকারত্বের হারও কমেছে। এটা যথেষ্ট আশাব্যাঞ্জক।