Indian Rail: অব্যবহৃত স্ক্র্যাপ থেকে রেলের আয় শুনলে চোখ কপালে উঠবে!

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 16, 2023 | 9:48 PM

Rail Ministry: চলতি মাসের ১ তারিখ থেকে রেলের স্পেশাল স্বচ্ছতা প্রচারাভিযান শুরু হয়েছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর এই স্বচ্ছতা অভিযানের প্রথম ১৩ দিনেই অপ্রত্যাশিত লাভের মুখ দেখল রেল। লওয়ের জোনাল সদর দফতর, বিভাগীয় অফিস, উৎপাদন ইউনিট, গবেষণা নকশা এবং মান সংস্থা, পরশিক্ষণ ইনস্টিটিউট এবং ৭ হাজারের বেশি স্টেশন স্পেশাল স্বচ্ছতা প্রচারাভিযানের আওতায় আনা হয়েছে।

Indian Rail: অব্যবহৃত স্ক্র্যাপ থেকে রেলের আয় শুনলে চোখ কপালে উঠবে!
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: কোনও কিছুই ফেলা যায় না। তবে ফেলে যাওয়া সামগ্রী থেকে লক্ষ লক্ষ টাকা আয়? এমনই করে দেখাল রেল (Indian Rail)। রেলের ফেলে দেওয়া স্ক্র্যাপ (ছাঁট) থেকে ৬৬ লক্ষ টাকার বেশি আয় হয়েছে। রেল মন্ত্রকের (Rail Ministry) তরফে বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, স্পেশাল স্বচ্ছতা প্রচারাভিযানে প্রথম ১৩ দিনে ফেলে দেওয়া স্ক্র্যাপ থেকে ৬৬ লক্ষ টাকা আয় হয়েছে।

রেলমন্ত্রক সূত্রে খবর, চলতি মাসের ১ তারিখ থেকে রেলের স্পেশাল স্বচ্ছতা প্রচারাভিযান শুরু হয়েছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর এই স্বচ্ছতা অভিযানের প্রথম ১৩ দিনেই অপ্রত্যাশিত লাভের মুখ দেখল রেল। প্রায় ৬৬.৮৩ লক্ষ আয় হয়েছে। অব্যবহৃত স্ক্র্যাপ থেকে যেমন রেল মন্ত্রকের অতিরিক্ত আয় হয়েছে, তেমনই ৩,৯৭,৬১৯ বর্গফুট এলাকা খালি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে রেলমন্ত্রক। এই জায়গা রেলের অন্য কাজে ব্যবহার করা হবে বলে রেলমন্ত্রক জানিয়েছে।

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রেলওয়ের জোনাল সদর দফতর, বিভাগীয় অফিস, উৎপাদন ইউনিট, গবেষণা নকশা এবং মান সংস্থা, পরশিক্ষণ ইনস্টিটিউট এবং ৭ হাজারের বেশি স্টেশন স্পেশাল স্বচ্ছতা প্রচারাভিযানের আওতায় আনা হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে ১০,৭২২ জায়গায় এই প্রচারাভিযান চালানোর লক্ষ্য নিয়েছে রেল।

Next Article