প্রতিনিধি দলে করোনার থাবা, জি-৭ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার সিদ্ধান্ত বিদেশমন্ত্রীর

May 05, 2021 | 7:41 PM

করোনা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন খোদ বিদেশমন্ত্রী জয়শঙ্করও। তাই বিশেষ সাবধানতা অবলম্বন করার সিদ্ধান্ত তাঁর।

প্রতিনিধি দলে করোনার থাবা, জি-৭ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেওয়ার সিদ্ধান্ত বিদেশমন্ত্রীর
ফাইল ছবি

Follow Us

জ্যোতির্ময় রায় : ভারতীয় প্রতিনিধি দলের দুই সদস্য করোনা আক্রান্ত হওয়ায় লন্ডনে ‘জি-সেভেন’-এর সদস্য দেশগুলির সভায় ভার্চুয়াল মোডে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় প্রতিনিধি দলের দুই সদস্য কোভিড -১৯- এ সংক্রামিত হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী-সহ সব প্রতিনিধিরা আইসোলেশনে রয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি টুইট বার্তায় বলেছেন, “গত সন্ধেয় আমি কোভিড -১৯-এ সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছি। সতর্কতা হিসেবে এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার পরে, আমি আমার কর্মসূচি ডিজিটাল উপায়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ডিজিটাল উপায়েই জি-৭ বৈঠকে অংশ নেব।’

কোভিড প্রোটোকল অনুসরণ করে ভারতীয় প্রতিনিধি দলের সব সদস্যদের প্রতিদিন পরীক্ষা করা হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্কর মঙ্গলবার ইউকে-র স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে দেখা করেছেন। করোনা সংক্রমণের সময় বিদেশি মন্ত্রীদের সঙ্গে বৈঠকে কঠোর কোভিড প্রোটোকল মানা হচ্ছে এবং সমস্ত সদস্যদের প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও মৃত্যু স্বাস্থ্যকর্মীর, আতঙ্ক

ভারত জি-সেভেনের সদস্য নয়। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া-সহ ভারতকে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন।
বৃহস্পতিবার কেন্টের চেভেনিংয়ে ব্রিটেনের বিদেশমন্ত্রী ডমিনিক রবের সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বৈঠকেও তিনি ডিজিটালি অংশ নেবেন। এ ছাড়াও ইউকে-র ভারতীয় হাই কমিশনার গায়ত্রী ইসর কুমার আয়োজিত অনুষ্ঠানে গ্লোবাল ডায়লগ সিরিজের আওতায় একটি অনুষ্ঠানেও একই উপায়ে অংশ নেবেন জয়শঙ্কর। এর আগে মঙ্গলবার, বিদেশমন্ত্রী ইউকে-র স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেলের সঙ্গে দেখা করে নতুন অভিবাসন ও গতিশীলতার অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন।

Next Article