রাতের আকাশ চিরল ভারী বুটের শব্দ, হঠাৎ উপত্যকা ঘিরে ফেলল ৫০০ প্যারা কম্যান্ডো বাহিনী, কী হচ্ছে সেখানে?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 20, 2024 | 2:39 PM

Indian Army: গোয়েন্দা বাহিনী গোপন সূত্রে খবর পেয়েই প্যারা মিলিটারি বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা অভিযানে নামবে। গোয়েন্দা বাহিনীও তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে।

রাতের আকাশ চিরল ভারী বুটের শব্দ, হঠাৎ উপত্যকা ঘিরে ফেলল ৫০০ প্যারা কম্যান্ডো বাহিনী, কী হচ্ছে সেখানে?
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

শ্রীনগর: উপত্যকার শান্তি নষ্ট করছে সন্ত্রাসবাদ। একের পর এক জঙ্গি হামলা হচ্ছে। কখনও সেনার উপরে, কখনও আবার সাধারণ মানুষের উপরেই প্রাণঘাতী হামলা চালাচ্ছে জঙ্গিরা। কড়া হাতে জঙ্গি দমন অভিযানে নেমেছে যৌথ বাহিনী। নিকেশ করা হচ্ছে জঙ্গিদের। কিন্তু হঠাৎ এই জঙ্গি গতিবিধি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সেনাবাহিনী। জঙ্গিদের অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদ রুখতে এবার নেওয়া হল কড়া পদক্ষেপ। গোটা উপত্যকা ঘিরে ফেলল প্যারামিলিটারি বাহিনী।

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কম্যান্ডো পাঠিয়েছে জম্মু-কাশ্মীরে। ঘিরে ফেলা হয়েছে উপত্যকা। তারা বিশেষভাবে জঙ্গি দমনের অভিযানে নেমেছেন। সেনা সূত্রে খবর, পাকিস্তান থেকে প্রশিক্ষিত জঙ্গিরা জম্মুতে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। কমপক্ষে ৫০ থেকে ৫৫ জন জঙ্গি পাকিস্তান থেকে ঢুকে পড়েছে। তাদের মূল উদ্দেশ্যই হল উপত্যকায় ফের একবার সন্ত্রাসবাদ চাগিয়ে তোলা।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, গোয়েন্দা বাহিনী গোপন সূত্রে খবর পেয়েই প্যারা মিলিটারি বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা অভিযানে নামবে। গোয়েন্দা বাহিনীও তৎপরতার সঙ্গে নজরদারি চালাচ্ছে। জঙ্গিদের লুকিয়ে থাকতে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে কারা সাহায্য করছে, তাদেরও খোঁজা হচ্ছে। ইতিমধ্যেই রাষ্ট্রীয় রাইফেলসের রোমিও ও ডেলটা ফোর্স উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নেমেছে।

Next Article