Indian Army: ‘শের’কে নিয়ে এবার নামছে ভারতীয় সেনা, মিনিটে ৭০০ গুলিতে ঝাঁঝরা হবে শত্রুদের বুক!
Indian Army: ইনসাসের চেয়ে একে-২০৩-র ওজন ও আয়তন কম। কিন্তু বুলেটের সাইজ বড়। ফলে আঘাত হানা এবং বহন করা, দু-দিক থেকেই একে-২০৩ জওয়ানদের পক্ষে বেশি সুবিধাজনক।

একে সিরিজের রাইফেলের কথা তো সবাই জানি। একে-৪৭, একে-৫৬। রাশিয়ান আর্মস ডিজাইনার মিখাইল কালাসনিকোভ (Mikhail Kalashnikov)-এর তৈরি করা এই রাইফেলের খ্যাতি বিশ্বজোড়া। এবার এসে গেল একে-২০৩। পুরনো বন্দুকের তুলনায় আরও নিখুঁত ও আরও লিথাল।
এই বন্দুক তৈরি হয়েছে উত্তর প্রদেশের অমেঠির কারখানায়। তৈরি করেছে ভারত-রাশিয়ায় যৌথ উদ্যোগে তৈরি সংস্থা Indo-Russian Rifles Private Limited। নতুন রাইফেলের নাম দেওয়া হয়েছে, শের। মিনিটে ৭০০ বুলেট ছুঁড়তে পারে শের। এর পাল্লা ৮০০ মিটার। এতে রয়েছে বিশেষ ধরনের optical sighting systems, যার ফলে এই বন্দুকের নিশানা অব্যর্থ।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, একে সিরিজের সর্বাধুনিক রাইফেল এই দেশেই তৈরি হওয়া একদিকে প্রতিরক্ষায় আত্মনির্ভরতা, অন্যদিকে মেক ইন ইন্ডিয়ার অন্যতম বড় উদাহরণ। ভারতীয় সেনা ও আধাসেনা এখন অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম (Indian Small Arms System) INSAS রাইফেল ব্যবহার করে।
২০৩০ সালের মধ্যে সব INSAS রাইফেল সরে গিয়ে চলে আসবে একে-২০৩। ইনসাসের চেয়ে একে-২০৩-র ওজন ও আয়তন কম। কিন্তু বুলেটের সাইজ বড়। ফলে আঘাত হানা এবং বহন করা, দু-দিক থেকেই একে-২০৩ জওয়ানদের পক্ষে বেশি সুবিধাজনক। ৬ লক্ষ নতুন এই রাইফেলের জন্য Indo-Russian Rifles Private Limited-কে ৫ হাজার কোটি টাকার বরাত দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। প্রথম দফায় বাহিনীর হাতে এসেছে ৫০ হাজার একে-২০৩. আর শুরুতেই এই বন্দুক যাচ্ছে পাক ও চিন সীমান্তে থাকা জওয়ানদের হাতে।

