নয়াদিল্লি: রুদ্রম-২ এয়ার টু সারফেস মিসাইল এসে গিয়েছে ভারতীয় সেনার হাতে। আকাশ থেকে মাটিতে হামলায় সক্ষম এই ধরনের মিসাইল ভারতীয় সেনার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ধরনের মিসাইল তৈরির কথা গত বছরই জানিয়েছিলেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত। সম্প্রতি সেনার তরফে এক ভিডিয়োয় এই মিসাইল উৎক্ষেপন দেখানো হয়েছে। সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে তা ছোড়া হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি শেয়ার করেছেন সেই ভিডিয়ো।
রুদ্রম-২ এয়ার টু সারফেস মিসাইলের রেঞ্জ প্রায় ৩০০ কিলোমিটার। অর্থাৎ ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতেও নির্ভুল নিশানায় সক্ষম রুদ্রম-২। এটি এক প্রকার অ্যান্টি রেডিয়েশন মিসাইল বলেও জানিয়েছে ডিআরডিও। এই ধরনের স্ট্র্যাটেজিক মিসাইল হামলার কৌশল আরও নিখুঁত। শত্রু সেনার বাঙ্কার, এয়ারক্রাফ্ট হ্যাঙার গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
REVEALED : #DRDO‘s “Rudram-II” Hypersonic Air-to-Surface Missile (ASM) with a range of 300km being test fired. pic.twitter.com/KizayBpvC4
— News IADN (@NewsIADN) February 3, 2024
রুদ্রম-২ ভার বহনেও সক্ষম। ২০০ কিলোগ্রাম পে-লোড নিয়ে তা উড়ে যেতে পারে। এই ভারের বিস্ফোরক নিয়ে হামলা চালিয়ে বিপক্ষের ঘাঁটি নিখুঁত নিশানায় গুঁড়িয়ে দেয় এই মিসাইল। এমনকি ঘনবসতি পূর্ণ এলাকায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়িয়েও হামলা করতে সক্ষম এই মিসাইল। এর পাশাপাশি পাক সীমান্তে লোকলয়ের কাছে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের ঘাঁটিও চোখের নিমেশে গুঁড়িয়ে দেবে এই মিসাইল।