সাত দিন পরও খোঁজ নেই দুই পাইলটের, হেলিকপ্টারের সন্ধানে চলছে তল্লাশি

Army Helicopter Crash: তল্লাশি চালাতে কোনও খামতি রাখছে না সেনাবাহিনী। আনা হয়েছে অত্যাধুনিক সামগ্রী, নামানো হয়েছে ডুবুরি। এখনও মেলেনি পাইলটদের হদিশ।

সাত দিন পরও খোঁজ নেই দুই পাইলটের, হেলিকপ্টারের সন্ধানে চলছে তল্লাশি
চলছে তল্লাশি অভিযান
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 9:56 AM

শ্রীনগর: সাত দিন কেটে গিয়েছে, এখনও খুঁজে পাওয়া গেল না রঞ্জিত সাগর বাঁধে মধ্যে পড়ে যাওয়া ভারতীয় সেনার হেলিকপ্টার। কাশ্মীরের কাঠুয়ায় গত ৩ অগস্ট ওই হেলিকপ্টার ভেঙে পড়ে। তারপর থেকে চলছে তল্লাশি। দুই পাইলটের কোনও খোঁজ পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। ২৫ কিলোমিটার লম্বা ৮ কিলোমিটার চওড়া এবং ৫০০ ফুট গভীর এই বাঁধের মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা জওয়ানেরা।

ভারতীয় নৌ বাহিনীর সঙ্গে সহযোগিতায় বিশেষ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় নৌবাহিনীর দু’জন অফিসার, চারজন জুনিয়ার কমান্ডিং অফিসার অন্যান্য বিভিন্ন পদমর্যাদার ২৪ জন অফিসার ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ডুবুরি টিম এই অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছে। সেনাবাহিনীর আধিকারিকদের তত্ত্বাবধানেই এই কাজ চলছে। এ ছাড়া মাল্টি বিম স্ক্যানার, সাইড স্ক্যানার, রিমোট নিয়ন্ত্রণিত বিশেষ ধরনের গাড়ি ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। উদ্ধারের জন্য চণ্ডীগড়, দিল্লি মুম্বই এবং কোচি থেকে অত্যাধুনিক সামগ্রী নিয়ে আসা হয়েছে।

খারাপ এবং প্রতিকূল আবহাওয়া সত্বেও উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নৌ বাহিনী এবং সেনাবাহিনীর সামগ্রী ছাড়াও ভারতীয় বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ, একাধিক এনজিও এবং রাজ্য পুলিশের কাছ থেকে অত্যাধুনিক সামগ্রী বা যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে এখনও পাইলটদের খোঁজ পাওয়া যায়নি। ভেঙে পড়া হেলিকপ্টারের মূল অংশও পাননি আধিকারিকেরা।

যে জায়গায় উদ্ধার কাজ চালানো হচ্ছে সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের কম। তাই উদ্ধারকাজ বারবার থমকে যাচ্ছে। সে কারণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। একটি নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করে সেখানে উদ্ধার কাজে গতি আনতে চাইছে সেনাবাহিনী। গত ৩ অগস্ট দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে ছিলেন দু’জন আধিকারিক। আরও পড়ুন: ‘অতি গুরুত্বপূর্ণ আলোচনা’, আজ রাজ্যসভায় সব সাংসদের উপস্থিতির হুইপ জারি বিজেপির