ভারতের সেনাবাহিনীর হাতে এল এবার নতুন অস্ত্র। অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত করা হল ‘সাবল ২০’ লজিস্টিক ড্রোন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুরের তৈরি এই বিশেষ ড্রোন প্রতিরক্ষা বাহিনীর লজিস্টিক সহায়তা আরও শক্ত করবে। দুর্গম জায়গায় নজরদারি চালাতে সাহায্য করবে।
বুধবার, ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পূর্ব বলয়ে এই ‘সাবল ২০’ লজিস্টিক ড্রোন মোতায়েন করেছে। যা অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে নিরাপত্তা নিশ্চিত করবে। এই অঞ্চলে সেনাবাহিনী বিদ্রোহ বিরোধী অভিযান এবং মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ পরিচালনা করতেও উপকৃত হবে।
‘সাবল ২০’ লজিস্টিক ড্রোনটি উৎপাদনের দায়িতব রয়েছে ‘EndureAir’-এর উপরে। এই ড্রোন ২০ কিলোগ্রাম পর্যন্ত সামগ্রী বহন করতে পারে, যা ড্রোনটির ওজনের প্রায় ৫০ শতাংশ।
চিনুক হেলিকপ্টারের মতোই ‘সাবল ২০’ লজিস্টিক ড্রোনে বড় রোটার এবং টেন্ডেম রোটার কনফিগারেশন রয়েছে। যা উচ্চ দক্ষতা এবং ব্যতিক্রমী লোড বহন করার ক্ষমতা নিশ্চিত করে।
‘সাবল ২০’ কঠিন অপারেশনের বেশ উপযোগী। বহু দূর অবধি মাল বয়ে নিয়ে যেতে, দুর্গম অনেক উঁচু পার্বত্য অঞ্চলে অপারেশন চালাতেও সাহায্য করবে এই ড্রোন। উন্নত ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং (ভিটিওএল) প্রযুক্তির ফলে রুক্ষ ময়দানেও নির্বিঘ্নে অপারেশন করা সম্ভব হয়।
আইআইটি কানপুর মেটামেটেরিয়াল সারফেস ক্লোকিং সিস্টেম (অনলক্ষ্যা এমএসসিএস) চালু করে স্টিলথ প্রযুক্তিতে আরও উন্নয়ন ঘটিয়েছে।
অত্যাধুনিক এই ড্রোনটি প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী প্রযুক্তি। যা দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর কাজে বিশেষ উপযোগী।