AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubhanshu Shukla: কেটে গিয়েছে ১০ দিন, মহাকাশে কী করছেন শুভাংশু, এল বড় আপডেট

Shubhanshu Shukla: গত ২৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা দিয়েছিলেন শুভাংশু ও তিন মহাকাশচারী। ১৪ দিনের মিশনে তাঁদের হাতে অনেক কাজ।

Shubhanshu Shukla: কেটে গিয়েছে ১০ দিন,  মহাকাশে কী করছেন শুভাংশু, এল বড় আপডেট
মহাকাশে শুভাংশু শুক্লা।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 07, 2025 | 11:16 AM

নয়া দিল্লি: মহাকাশ সফরে গিয়েছেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা। ১৪ দিনের মিশনে ইতিমধ্যেই ১০ দিন কেটে গিয়েছে। মহাকাশে কেমন দিন কাটছে তাঁর? এবার সামনে এল সেই আপডেট।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সেখানে কাপুলা থেকে হাসিমুখে ছবি তোলেন তিনি। অ্যাক্সিওমের তরফে শুভাংশুর সেই ছবি পোস্ট করা হয়েছে। তবে নাসা এখনও শুভাংশুর কোনও ছবি পোস্ট করেনি।

মহাকাশ থেকে ভারতে তাঁর মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গেও ফোনে কথা বলেছেন। মহাকাশের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। মহাকাশ থেকে পৃথিবীতে সূর্যোদয় কেমন দেখায়, তা ভিডিয়ো কল করে দেখান।

গত ২৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা দিয়েছিলেন শুভাংশু ও তিন মহাকাশচারী। ১৪ দিনের মিশনে তাঁদের হাতে অনেক কাজ। ফসল উৎপাদন থেকে গবেষণা, বিভিন্ন কাজেই বিগত ৯ দিন ধরে ব্যস্ত তারা। যদি তাদের এই গবেষণা সফল হয়, তবে মহাকাশ অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় দিক খুলে যেতে পারে।

এর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছিলেন শুভাংশু। তখন তিনি জানিয়েছিলেন মহাকাশে এসে তাঁর প্রথম অনুভূতিই হয়েছিল যে মহাকাশ থেকে কোনও দেশের সীমান্ত দেখা যায় না। পৃথিবী এক।  মহাকাশ থেকে ভারত মানচিত্রের থেকেও বেশি বড় দেখায়। একতা ও মানবতার কথা বলেন।