Indian Billionaire King: নিজেকে বিলিয়ে এক রাজার আলো জ্বালার কাহিনি
King Krishnasagara Wadiyar IV: এমন অনেক রাজা বা মহারাজা ছিলেন প্রজাদের জন্য যাঁদের ত্যাগের গল্প শুনলে মনে হয়, 'সত্যি, এমনও হয়?' আর এমনই একজন ছিলেন মহীশূরের মহারাজ চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ার।

ভারতীয় রাজা-মহারাজারা সোনাদানা, হিরে-জহরত বা বিভিন্ন দামি জিনিস ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। ১৯৩৭ সালের টাইম ম্যাগাজিন হায়দরাবাদের নিজাম মীর ওসমান আলি খানকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে অভিহিত করেছিল। সেই সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল ২৩৬ বিলিয়ন ডলার। আজকের দিনে যা ১৯ লক্ষ কোটি টাকা। যা আজকের মুকেশ অম্বানির মোট সম্পদের প্রায় দ্বিগুণ। কিন্তু এমন অনেক রাজা বা মহারাজা ছিলেন প্রজাদের জন্য যাঁদের ত্যাগের গল্প শুনলে মনে হয়, ‘সত্যি, এমনও হয়?’ আর এমনই একজন ছিলেন মহীশূরের মহারাজ চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ার। তিনি ১৮৮৪ সালের ৪ জুন মাত্র ১১ বছর বয়সে রাজা হন। তবে তাঁর বয়স ১৮ হওয়ার আগে পর্যন্ত তাঁকে সামনে রেখে তাঁর মা...
