External Affairs Ministry: লাহোরে আটকে ৩২ ভারতীয় ব্রিজ খেলোয়াড়, দেশে ফিরতে বলল বিদেশমন্ত্রক

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 10, 2023 | 6:15 PM

Lahore: পাকিস্তানের লাহোরে একটি ব্রিজ টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্টে যোগ দিতেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৩২ জন ব্রিজ খেলোয়াড় পাকিস্তানে গিয়েছেন।

External Affairs Ministry: লাহোরে আটকে ৩২ ভারতীয় ব্রিজ খেলোয়াড়, দেশে ফিরতে বলল বিদেশমন্ত্রক
ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে রাস্তা অবরোধ পিটিআই-এর।

Follow Us

নয়া দিল্লি ও ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা PTI প্রধান ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির পর থেকেই জ্বলছে সেই দেশ। ইসলামাবাদ থেকে অশান্তির আগুন ছড়িয়েছে করাচি, লাহোর সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে। এই অশান্ত পরিস্থিতির মধ্যেই লাহোরে আটকে পড়েছেন ভারতের ৩২ জন ব্রিজ খেলোয়াড় (Bridge Players)। বিভিন্ন রাজ্যের খেলোয়াড় রয়েছেন। অবিলম্বে তাঁদের সকলকে পাকিস্তান ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দিল ভারতের বিদেশমন্ত্রক (External Affairs Ministry)। যদিও টুর্নামেন্ট এখনও শেষ হয়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতেই বুধবার ওই ব্রিজ খেলোয়াড়দের দেশে ফেরার ব্যাপারে নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। তাঁদের দেশে ফেরার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাসও দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের লাহোরে একটি ব্রিজ টুর্নামেন্ট চলছে। সেই টুর্নামেন্টে যোগ দিতেই ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৩২ জন ব্রিজ খেলোয়াড় পাকিস্তানে গিয়েছেন। বর্তমানে তাঁরা লাহোরে রয়েছেন। আগামী ১৩ মে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা। কিন্তু, পাকিস্তানের বর্তমান অশান্তি পরিস্থিতির কথা বিবেচনা করে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব দেশের সকল ব্রিজ খেলোয়াড়কে ফিরে আসার নির্দেশ দিল বিদেশমন্ত্রক। ব্রিজ খেলোয়াড়দের দেশে ফেরার ব্যাপারে যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে এবং সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও বিদেশমন্ত্রক জানিয়েছে।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই সুদান ফেরত হাক্কি-পিক্কি সম্প্রদায়ের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিশ্বের কোথাও কোনও ভারতীয় সমস্য়ায় পড়লে সরকার বসে থাকবে না। এর আগে যখন ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল, তখন সেখানে আটকে পড়া পড়ুয়া সহ অন্য কাজে যাওয়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল নরেন্দ্র মোদী সরকার। বিশেষ অভিযান চালিয়ে, বিশেষ বিমানে করে ভারতীয়দের উদ্ধার করা হয়। বর্তমানে ইমরান খানের গ্রেফতারিতে পাকিস্তান অশান্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ইমরান খান গ্রেফতারি হওয়ার মুহূর্ত থেকেই উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। ইমরান-অনুগামীরা গোটা দেশে রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারীদের রোষ থেকে রেহাই পায়নি পাকিস্তানের সেনা হেডকোয়ার্টার, রেডিয়ো অফিসও। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইতিমধ্যে ৪ জনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে অশান্ত পাকিস্তানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর নরেন্দ্র মোদীর সরকার।

Next Article