গোয়া: প্রবল ঘূর্ণিঝড় তাউটে (Tauktae) আছড়ে পড়ে গুজরাট উপকূলে। ঝোড়ো হাওয়ার তাণ্ডব দেখে মহারাষ্ট্র, কর্নাটক, গোয়া, কেরল। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায়ও অবিচল নৌ-সেনা ও উপকূল রক্ষা বাহিনী। সোমবার সারা রাত উদ্ধারকার্য চালিয়েছে দুই পক্ষ। ঝোড়ো হাওয়ার মধ্যেই সাহায্যের আর্তি ভেসে আসে গোয়া উপকূল থেকে। উপকূল রক্ষা বাহিনী জানতে পারে মিলাদ নামে একটি মৎস্যজীবীদের নৌকা আটকে আছে মাঝ সমুদ্রে। সেখানে আটকে আছেন ১৫ জন মৎস্যজীবী।
সঙ্গে সঙ্গে ছুটে যায় উপকূল রক্ষা বাহিনীর জাহাজ সমর্থ। ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে নিয়ে আসে উপকূল রক্ষা বাহিনী। সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানিয়েছে, ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর জাহাজ সমর্থ মিলাদ থেকে ১৫ জনের উদ্ধার করেছে। মৎস্যজীবীদের প্রত্যেকেই সুস্থ আছেন। অন্যদিকে ভারতীয় নৌ-সেনাও প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে রাত ১১ টার সময়ে শেষ পাওয়া খবর অনুযায়ী ৬০ জনকে প্রাণে বাঁচিয়ে নিয়ে আসে।
Indian Coast Guard Ship Samarth responding to a distress call rescued 15 crew from a fishing boat named Milad, off Goa coast today. All crew are safe and boat is being towed ashore: Indian Coast Guard pic.twitter.com/tQTo9erON0
— ANI (@ANI) May 17, 2021
আইএনএস তলোয়ার, আইএনএস কলকাতা ও আইএনএস কোচির সম্মিলিত প্রয়াসে মাঝ সমুদ্রে একটি বার্জ থেকে ৬০ জনকে উদ্ধার করে নৌ-সেনা। প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেই ২ দুঃসাহসিক কাজ করে দেখায় নৌ-সেনা ও উপকূল রক্ষা বাহিনী। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় তাউটে। মধ্যরাত পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে থাকে মহারাষ্ট্র, গুজরাট, কেরল ও কর্নাটকে। মধ্যরাতের পর কিছুটা শান্ত হয় তেজি তাউটে। পরবর্তীকালে ক্ষমতা হারিয়ে অত্যন্ত শক্তিশালী থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাউটে। কিন্তু সাড়ে ৮টা থেকে মধ্যরাত, এই সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালায় নৌ-সেনা। কার্যত ঘূর্ণিঝড়ের চোখ থেকে ৬০ জনকে বাঁচিয়ে নিয়ে আসে নৌ-সেনা।
তাউটে কমপক্ষে ২১টি প্রাণ কেড়ে নিয়েছে। তাউটের তাণ্ডবে মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কর্নাটকে তাউটের চোখরাঙানিতে ৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ জেলার ১২১টি গ্রাম। কেরলে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সে রাজ্যে ঘূর্ণিঝড়ের দাপটে ১,৫০০ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়ছে বলে জানিয়েছেন পিনারাই বিজয়ন।
আরও পড়ুন: যমে-মানুষে লড়াই, প্রবল ঘূর্ণিঝড়ে উত্তাল সমুদ্র থেকে ৬০ জনকে বাঁচাল নৌ-সেনা