শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখার ৫০০ মিটার দূরত্বেই সীমান্ত টপকিয়েই রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাক মদতপুষ্ট মাদক পাচারকারীরা। নিরাপত্তাবাহিনীর নজরে পড়তেই শুরু হয় গুলির লড়াই। ভারতীয় জওয়ানদের সঙ্গে পেরে না ওঠায় মাদক ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা। গুলি লেগে আহত হয়েছেন এক জওয়ান।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার কাছে সীমান্ত টপকিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন। সেই সময়ই টহল দিচ্ছিলেন ভারতীয় সেনা, বিএসএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তারা অনুপ্রবেশকারীদের দেখেই আটকানোর চেষ্টা করে। ও পার গুলি চলতে শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পরই প্রায় ১০ কেজি মাদক ফেলে রেখেই পালায় অনুপ্রবেশকারীরা। আন্তর্জাতিক বাজারে ওই মাদকের দাম আনুমানিক ৫০ কোটি টাকা।
ভারতীয় সেনার এক মুখপাত্র জানান, বিগত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার সীমান্তে মাদক আটক করা হল। এর আগে গত সপ্তাহেও যৌথ অভিযানে একই জায়গা থেকেই ১০ কেজি হিরোইন উদ্ধার করা হয়েছিল।
তিনি আরও জানান, ওই মাদক পাচারকারীরা পাক-মদতপুষ্ট বলেই সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার রাতে যৌথ বাহিনী তাঁদের কাঁটাতারের বেড়া পার করে ভারতের জমিতে প্রবেশ করতে দেখেই আটকায়। প্রথমে তাঁরা পালানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই গুলির লড়াই শুরু হয়। সেই সুযোগেই গা ঢাকা দেয় অনুপ্রবেশকারীরা। ঘটনায় একজন জওয়ান আহত হওয়ায় রাতেই তাঁকে ক্যাম্পে নিয়ে আসা হয়। ভোরবেলায় সংঘর্ষস্থল থেকে ১০ কেজি মাদক উদ্ধার হয়।
আরও পডুন: দ্বিতীয় ঢেউ সামাল দিতে সন্ধে ৬টা থেকেই জারি নৈশ কার্ফু, একাধিক নয়া নির্দেশিকা রাজস্থানে