Navy Chopper Accident: মুম্বই উপকূলে জরুরি অবতরণ নৌবাহিনীর চপারের, তড়িঘড়ি উদ্ধার ৩ কর্মীকে

Navy Chopper Accident: বুধবার মুম্বই উপকূলে জরুরি অবতরণ নৌবাহিনীর চপারের। তড়িঘড়ি ৩ কর্মীকে উদ্ধার করা হয়।

Navy Chopper Accident: মুম্বই উপকূলে জরুরি অবতরণ নৌবাহিনীর চপারের, তড়িঘড়ি উদ্ধার ৩ কর্মীকে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 1:31 PM

মুম্বই: রুটিন যাতায়াতের সময় মুম্বই উপকূলে জরুরি অবতরণ করল ভারতীয় নৌবাহিনীর চপার (Indian Navy Chopper)। সেই মুহূ্র্তে হেলিকপ্টারে তিন জন বিমানকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। মুম্বই উপকূলে আরব সাগরের জলেই অবতরণ করে নৌবাহিনীর এই অ্য়াডভান্সড লাইট হেলিকপ্টার। আর জলে অবতরণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, তিন জন বিমানকর্মীকেই উদ্ধার করা হয়েছে।

বুধবার রুটিন যাতায়াতের জন্য রওনা দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’। এর মাঝেই মুম্বই উপকূলে জরুরি অবতরণ করতে হয়। মনে করা হচ্ছে, মাঝ আকাশেই কপ্টারে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সেই কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

এই ঘটনার বিষয়ে জানিয়ে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়েছে। টুইটে লেখা হয়েছে,”রুটিন যাতায়াতের সময় ভারতীয় নৌবাহিনীর একটি এএলএইচ মুম্বই উপকূলে জরুরি অবতরণ করে। সঙ্গে সঙ্গে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌবাহিনীর নজরদারি টিম নিরাপদে ওই কপ্টারের তিন বিমানকর্মীকে উদ্ধার করেছে।” এই কী কারণে হঠাৎ এই কপ্টারকে জরুরি অবতরণ করানো হল, সেই কারণ খুঁজতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে এলেই এই ঘটনার কারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।