Indian Rail: রাতের ট্রেনে আর চার্জ দেওয়া যাবে না ফোন-ল্যাপটপে, কঠোর হচ্ছে রেল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 04, 2023 | 7:30 AM

Charging laptops-phones at train: ২০১৪ সালেই এই নির্দেশ জারি করেছিল ভারতীয় রেল। কিন্তু তার যথাযথ বাস্তবায়ন শুরু হচ্ছে এখন। ট্রেনে অগ্নিকাণ্ড প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Indian Rail: রাতের ট্রেনে আর চার্জ দেওয়া যাবে না ফোন-ল্যাপটপে, কঠোর হচ্ছে রেল
রাতের ট্রেনে বন্ধ মোবাইল-ল্যাপটপ চার্জিং

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে মোবইল ফোন ছাড়া এক মুহূর্তও থাকার কথা কেউ ভাবতে পারে না। অনেক চাকুরিজীবী বা ছাত্র-ছাত্রীর জীবনে আবার সমান অপরিহার্য ল্যাপটপ। তাই, ট্রেনে দীর্ঘ যাত্রার সময় অনেককেই দেখা যায় ফোন বা ল্যাপটপে চার্জ দিতে। কিন্তু, এই সুবিধায় কিছু সীমাবদ্ধতা আসছে। ট্রেনে ফোন বা ল্যাপটপে চার্জ দেওয়ার নিয়মে বদল আসতে চলেছে। ট্রেনে আগুন লাগার ঝুঁকি এড়াতে একটা নির্দিষ্ট সময়ে মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিন যন্ত্র চার্জ করার ওপর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল ফোন বা ল্যাপটপের মতো যন্ত্র চার্জ করা যাবে না। মঙ্গলবার (২ মে) ভারতীয় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ১৬ মার্চ পশ্চিম রেলওয়ে বিভাগে ইতিমধ্যে এই নির্দিষ্ট ৬ ঘণ্টার মধ্যে ট্রেনের চার্জিং ডকগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা শুরু করেছে। সংবাদ সংস্থা পিটিআই-কে পশ্চিম রেলওয়ের সিপিআরও সুমিত ঠাকুর বলেছেন, “সমস্ত রেলওয়ের বিভাগকেই রেলওয়ে বোর্ডের এই নির্দেশ দিয়েছে। আমরা ১৬ মার্চ থেকে এটির বাস্তবায়ন করেছি।”

আসলে হঠাৎ করেই এই নিয়ম চালু করা হয়নি। এই নিয়ম অনেকদিন আগে থেকেই ছিল। ২০১৪ সালেই এই নির্দেশ জারি করা হয়েছিল। তৎকালীন রেলওয়ে নিরাপত্তা কমিশনার এই সুপারিশ করেছিলেন। বেঙ্গালুরু-হুজুর সাহেব নন্দেদ এক্সপ্রেসে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর এই সুপারিশ এসেছিল এবং ভারতীয় রেলের সমস্ত বিভাগকে তা প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল রেল বোর্ড। কাজেই, এই নির্দেশগুলি নতুন নয়। রেল বোর্ডের আগের নির্দেশের পুনরাবৃত্তি।

দক্ষিণ রেলওয়ের সিপিআরও গুগনেসন জানিয়েছেন, ট্রেনের ভিতরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এই নির্দেশ কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সতর্কতামূলক ব্যবস্থা অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রধান সুইচবোর্ডের বিদ্যুৎ বন্ধ থাকবে। এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রধান কারণ হল, রেল কর্তারা দেখেছেন, দূরপাল্লার ট্রেনে অগ্নিকাণ্ডের অধিকাংশ ঘটনা ইলেকট্রনিক যন্ত্রের অতিরিক্ত চার্জের ফলে ঘটে থাকে। অনেকেই রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন। ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হওয়ার পরও, চার্জারটি লাগানো থাকলে অতিরিক্ত চার্জিং হয়। আর তাতেই যন্ত্রটি গরম হয়ে গিয়ে তাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

কাজেই পরের বার রাত ১১টা বা তার পরের কোনও ট্রেনে চড়ার আগে, আপনার ফোন, ল্যাপটপ ইত্যাদি ভালভাবে চার্জ দেওয়া আছে কিনা দেখে নিন। যদি না থাকে, তাহলে সঙ্গে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে পারেন। রাতের ট্রেনে যাত্রার সময় আর ট্রেনে চার্জিং পয়েন্টের উপর নির্ভর করবেন না।

Next Article