Vinesh Phogat: ‘এই দিন দেখার জন্য দেশের হয়ে পদক জিতেছিলাম?’, কান্নাভেজা চোখে প্রশ্ন বীনেশ ফোগটের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 04, 2023 | 1:44 PM

Wrestlers Protest: সাংবাদিক বৈঠকে বীনেশ ফোগট বলেন, "ওই পুলিশ কর্মী সবাইকে ধাক্কা দিচ্ছিলেন। আমরা কেউ অপরাধী নই যে আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে"।

Vinesh Phogat: এই দিন দেখার জন্য দেশের হয়ে পদক জিতেছিলাম?, কান্নাভেজা চোখে প্রশ্ন বীনেশ ফোগটের
সাংবাদিকদের সামনে কান্না বীনেশ ফোগটের।

Follow Us

নয়া দিল্লি: শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে পুলিশের ‘দাদাগিরি’। বুধবার রাতে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) কুস্তিগীরদের বিক্ষোভস্থলে চড়াও হয় পুলিশ (Police)। কুস্তিগীরদের সঙ্গে বচসা, হাতাহাতি হয় পুলিশের। আন্দোলনকারী কুস্তিগীরদের অভিযোগ, মদ্যপ ছিলেন পুলিশ কর্মীরা। তারা এসে আন্দোলনকারীদের ধাক্কা দিয়ে সরাতে শুরু করে। এই নিয়েই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশের এই ব্যবহারের পরই মধ্য রাতে সাংবাদিক বৈঠক ডাকেন আন্দোলনকারী কুস্তিগীররা। আন্দোলনকারীদের অন্যতম মুখ, অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বীনেশ ফোগট (Vinesh Phogat) কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতেই তিনি প্রশ্ন করেন, “আমরা কি এই দিন দেখার জন্য দেশের হয়ে পদক জিতেছিলাম? “

আন্দোলনকারীদের অভিযোগ, যে পুলিশকর্মী প্রথমে এসে অশান্তি শুরু করেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। মত্ত অবস্থাতেই তিনি দুইজন কুস্তিগীরের উপরে চড়াও হন এবং মারধর করেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বাকি পুলিশকর্মীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। এরপরে বাকি আন্দোলনকারী কুস্তিগীররাও এগিয়ে এলে বচসা আরও বাড়ে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

মধ্য় রাতের সাংবাদিক বৈঠকে বীনেশ ফোগট বলেন, “ওই পুলিশ কর্মী সবাইকে ধাক্কা দিচ্ছিলেন। আমরা কেউ অপরাধী নই যে আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে”। ঘটনাস্থলে মহিলা পুলিশকর্মীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বীনেশ। তিনি বলেন, “পুলিশকর্মীরা আমায় গালমন্দ করে এবং ধাক্কা দেয়। মহিলা পুলিশকর্মীরা কোথায় ছিল তখন?”

তিনি আরও বলেন, “বৃষ্টির কারণে মাটি ভেজা ছিল বলে আমরা কাঠের ফোল্ডিং খাট পাতছিলাম। সেই সময়ই হঠাৎ পুলিশ আসে এবং আমাদের বাধা দেয়। কোনও মহিলা পুলিশকর্মীও ছিল না। পুরুষ পুলিশকর্মীরাই আমাদের ধাক্কা দিতে শুরু করেন। বেশ কয়েকজনের মাথায় লাঠি দিয়ে আঘাতও করা হয়। এই দিন দেখার জন্যই কি আমরা দেশের জন্য পদক জিতেছিলাম….

অন্যদিকে, গোটা ঘটনায় অত্যন্ত ব্যথিত অপর পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়াও। বিশ্ব কুস্তি চ্য়াম্পিয়নশিপে চারবার পদকজয়ী কুস্তিগীর আবেগঘন গলায় বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার সমস্ত পদক ফিরিয়ে নেওয়া হোক।”

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমনাথ  ভারতী নামক আম আদমি পার্টির বিধায়ককে আটক করা হয়েছে। তিনিই প্রথম বিনা অনুমতিতে বিক্ষোভস্থলে ফোল্ডিং খাট এনে পাতার চেষ্টা করেছিলেন।

Next Article