কলকাতা: গোটা দেশ জুড়ে গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশের বিভিন্ন রাজ্যের স্টেশন থেকে চালু হয়েছে ভারতীয় রেলের উচ্চগতি সম্পন্ন এই ট্রেন। শনিবার থেকে হাওড়া থেকে পুরীর মধ্যে যাত্রী নিয়ে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এই আবহেই বন্দে ভারত নিয়ে ভারতীয় রেলের ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারত এক্সপ্রেসের ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছোটার কথা। কিন্তু সব এলাকায় এত গতিতে ট্রেন চালানোর পরিকাঠামো না থাকায় তা ওই গতিতে চলতে পারে না। বন্দে ভারতের রুটে সেই পরিকাঠামো তৈরির কাজও চালাচ্ছে রেল। কিন্তু আরও গতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই জানিয়েছেন সে কথা।
আরও উচ্চগতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ঠুটতে সক্ষম এমন বন্দে ভারত এক্সপ্রেসের নকশা তৈরির কাজ চলছে। আগামী ২ বছরের মধ্যেই ওই ট্রেন চালু হবে বলে রেল সূত্রে খবর। তা হলে ভারতীয় রেল নতুন মাইলস্টোন তৈরি হবে ।
বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় মাত্র ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছে যাওয়া সম্ভব হবে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন চলবে এই ট্রেন। ১৬ কামরার বন্দে ভারতে ২টি শ্রেণি থাকবে। তবে হাওড়া পুরীর মধ্যে এই বন্দে ভারতের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হাওড়া থেকে পুরীর মধ্যে ৮টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।