AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Platform ticket: ২৮ অক্টোবর পর্যন্ত ১৫টি স্টেশন থেকে মিলবে না প্ল্যাটফর্ম টিকিট, বড় সিদ্ধান্ত রেলের

Indian Railways:দেশজুড়ে ১৫টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে সাময়িকভাবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে দিল্লি ও মুম্বইয়ের একাধিক ব্যস্ত স্টেশনও রয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি,যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা ও নিরাপদে ওঠানামা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

Platform ticket: ২৮ অক্টোবর পর্যন্ত ১৫টি স্টেশন থেকে মিলবে না প্ল্যাটফর্ম টিকিট, বড় সিদ্ধান্ত রেলের
কেন স্থগিত প্ল্যাটফর্ম টিকিট?Image Credit: PTI
| Updated on: Oct 23, 2025 | 7:41 AM
Share

কলকাতা: গোটা দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। আলোর উৎসবে মেতেছে দেশবাসী। তবে এই মুহূর্তে রেলের তরফে বড় পদক্ষেপ করা হয়েছে। দীপাবলি ও ছটপুজোতে যাত্রীদের অতিরিক্ত মাত্রার ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। দেশজুড়ে ১৫টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে সাময়িকভাবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে দিল্লি ও মুম্বইয়ের একাধিক ব্যস্ত স্টেশনও রয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি,যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা ও নিরাপদে ওঠানামা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

কতদিন পর্যন্ত বন্ধ থাকবে এই প্ল্যাটফর্ম টিকিট?

রেল সূত্রে খবর, আগামী ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ব্যতিক্রমও রয়েছে। বয়স্ক যাত্রী,অসুস্থ ব্যক্তি, শিশু ও মহিলা যাত্রী যাঁদের সাহায্যের প্রয়োজন,তাঁদের ক্ষেত্রে বিশেষ অনুমতিতে প্ল্যাটফর্ম টিকিট ইস্যু করা হবে।

কোন ১৫টি স্টেশনে বন্ধ থাকবে প্ল্যাটফর্ম টিকিট?

১. নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ২. দিল্লি রেলওয়ে স্টেশন ৩. হাজরত নিজামউদ্দিন ৪. আনন্দ বিহার টার্মিনাল ৫. গাজিয়াবাদ ৬. বান্দ্রা টার্মিনাস ৭. ভাপি ৮. সুরাট ৯. উদনা ১০. ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) ১১. দাদর ১২. লোকমান্য তিলক টার্মিনাস (LTT) ১৩. থানে ১৪. কল্যাণ ১৫. পানভেল

বস্তুত, মুম্বইয়ের ছয়টি স্টেশন, যেমন CSMT, দাদর, LTT, থানে, কল্যাণ ও পানভেল-এ ১৬ অক্টোবর থেকেই প্ল্যাটফর্ম টিকিট সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে বারবার অনুরোধ করেছে, এই উৎসবের সময়ে আগে থেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করে নিতে। এবং স্টেশনে যাতে শৃঙ্খলতা বজায় থাকে সেই দিকে নজর রাখতে।

এ দিকে, উত্তর রেলওয়ে জোনের পক্ষ থেকে সম্প্রতি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে একটি স্থায়ী ‘হোল্ডিং এরিয়া’ নির্মাণ সম্পন্ন হয়েছে। স্টেশনের আজমেরি গেট দিকের এই নতুন কেন্দ্রটি উৎসবের সময় বাড়তি যাত্রীচাপ সামলাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রায় ৭,০০০ যাত্রী একসঙ্গে এখানে বিশ্রাম নিতে পারবেন। এই পদক্ষেপের ফলে দেওয়ালি ও ছটপুজোর ভিড়ের মধ্যেও যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশাবাদ রেলওয়ে কর্তৃপক্ষের।