নয়া দিল্লি: সকাল ৯ টায় অফিসে গেলে কর্মীদের দেখা পাওয়া ভার। আবার ছুটি হওয়ার আগে বেরিয়ে যাচ্ছেন বহু কর্মীরা। এমন সব অভিযোগ শুনে এবার নড়েচড়ে বসল রেল। ঠিক সময়ে অফিসে না এলেই সেই দিনটা হাফ ডে হিসেবে গণ্য হবে। শুধু তাই নয়, এমন ঘটনা দিনের পর দিন চলতে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মীদের বার্তা দিয়েছে রেল। সূত্রের খবর, শুধুমাত্র স্টাফ নয়, অফিসারদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে রেল বোর্ডের তরফে।
জুন মাসের শুরুর দিকে রেল বোর্ড এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। বহু কর্মীর বিরুদ্ধে সময়ে অফিসে না আসার অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই। সেটা মোটেই ভাল ভাবে দেখছে না বোর্ড। ২০১৪ সাল থেকে রেলের অফিসগুলিতে উপস্থিতির প্রমাণ রাখার জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়। ২০১৬ ও ২০১৭ সালেও এই সময় নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছিল অফিসগুলিতে। সুপারভাইজারদের বলা হয়েছিল, কর্মীদের ওপর নজর রাখতে।
সাধারণত রেলের অধীন অফিসগুলির সময় সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৫ টা। মাঝে দুপুর ১ টা থেকে ১টা ৩০ মিনিট অবধি আধ ঘণ্টার টিফিন ব্রেক দেওয়া হয়। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ঠিক সকাল ৯ টায় অফিসের চেয়ারে হাজির থাকতে হবে কর্মীদের।
দেরী হলে কাটা যাবে অর্ধেক ক্যাজুয়াল লিভ বা সিএল। মাসে কেবলমাত্র ২ দিন পর্যন্ত দেরী হলে কোনও অসুবিধা হবে না। অফিস থেকে বেরনোর ক্ষেত্রেও থাকবে একই নিয়ম। অর্থাৎ সাড়ে ৫ টার আগে বেরলেই অর্ধেক সিএল কাটা হবে।