Train ticket: ট্রেনে ওঠার আগেই যদি টিকিটটা ছিঁড়ে যায় বা হারিয়ে যায়, কী করবেন

Train ticket: যদি আপনার সঙ্গে এমনটা ঘটে, তাহলে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই পরিস্থিতিতেও আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে তার জন্য কিছু নিয়ম আছে, কোথায় জানাতে হবে, জেনে নিন।

Train ticket: ট্রেনে ওঠার আগেই যদি টিকিটটা ছিঁড়ে যায় বা হারিয়ে যায়, কী করবেন
Follow Us:
| Updated on: Oct 19, 2024 | 1:44 PM

নয়া দিল্লি: ভারতে ট্রেনে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা কখনই কমে না। রেলের নেটওয়ার্ক ক্রমশ বেড়েই চলেছে। সেতু ও টানেলের সংখ্যাও যেমন বাড়ছে, তেমনই দুর্গম অঞ্চলে তৈরি হচ্ছে রেলপথ। দেশের প্রায় কোনও প্রান্তই বাদ থাকছে না, যেখানে ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যাবে না। প্রতিদিনের কর্মক্ষেত্রে যাতায়াত থেকে শুরু করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য ট্রেনের বিকল্প নেই। বিমানে যাত্রার যা খরচ, তার অর্ধেক বা তারও কম খরচে ট্রেনে যাতায়াত করা যায়। দীর্ঘদিন ধরেই ট্রেনে যাতায়াতের জন্য কাগজের টিকিট দেওয়া হয় যাত্রীদের। সেই টিকিট যদি ছিঁড়ে যায়, কী হবে তাহলে!

যদি আপনার সঙ্গে এমনটা ঘটে, তাহলে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই পরিস্থিতিতেও আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। শুধু ছিঁড়ে যাওয়া নয়, টিকিট হারিয়েও যেতে পারে। সে ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না। এই বিষয়ে ভারতীয় রেলের রিজার্ভেশন কেন্দ্রে জানাতে হবে। সেখান থেকে আপনি একটি ডুপ্লিকেট টিকিট পেতে পারবেন। এই টিকিটটিও আসল টিকিটের মতোই।

তবে ডুপ্লিকেট টিকিটের জন্য কিছু টাকা দিতে হবে। বিনিময়ে, আপনাকে রেল একটি স্লিপও দেবে। আপনি যদি স্লিপার ক্লাস বা সেকেন্ড ক্লাস ছাড়া অন্য কোন ক্লাসে ভ্রমণ করেন আর আপনার টিকিট হারিয়ে যায়, তাহলে আপনাকে এর জন্য ১০০ টাকা দিতে হবে। এরপর রেল একটি ডুপ্লিকেট টিকিট দেবে।

অনেক সময় আসল টিকিট ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্থ হয়। সে ক্ষেত্রে আপনি সহজেই যাতায়াত করতে পারবেন। ধরুন আপনার টিকিটের মূল্য ১০০ টাকা, তাহলে আপনাকে এর জন্য মাত্র ২৫ টাকা দিতে হবে এবং আপনি একটি ডুপ্লিকেট টিকিট পাবেন।