বিশাখাপত্তনম: স্বামী-স্ত্রীর ঝগড়া। এর মাশুল গুনতে হল রেলকে। তাও আবার এক-দু’টাকা নয়, তিন কোটি টাকা! গল্প মনে হলেও, এটাই সত্যি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, কথা কাটাকাটির জেরেই গোটা রেলওয়ের ক্ষতি করে দিল। ভুল লাইনে চলে গেল আস্ত একটা ট্রেন। আর তার জেরেই তিন কোটি টাকা ক্ষতি হল ভারতীয় রেলের।
ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, একজন স্টেশন মাস্টারের জন্য এমন বিপত্তি ঘটেছে। ডিউটিতে বসেই তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। আর তাদের কথাবার্তাতেই ভুল বুঝলেন অপর স্টেশন মাস্টার। তিনি ভুলবশত অন্য লাইনে পাঠিয়ে দিলেন ট্রেন।
আসলে ওই ব্যক্তি ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। ফোনে ওই ব্যক্তি বলেন, বাকি কথা বাড়ি গিয়ে বলবেন। এরপর স্ত্রী ও প্রান্ত থেকে কিছু একটা বলেন। তাই শুনে স্বামী ওকে বলেন। সমস্যাটা হয়, ওই সময় পাশে বসে থাকা অপর স্টেশন মাস্টার এই ব্যক্তিকে ট্রেনের রুট সম্পর্কে প্রশ্ন করেছিলেন। অপর স্টেশন মাস্টার ভাবেন, হয়তো তাঁকেই ওকে বলেছেন। এর ফলে তিনি ওই রুটে ট্রেন পাঠিয়ে দেন। ভুল রুটে চলে যাওয়ায় ৩ কোটি টাকা ক্ষতি হয়। বিষয়টি জানাজানি হতেই চাকরি হারান রেলমাস্টারও।
এদিকে, স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে বিবাহ বিচ্ছেদও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বিয়ের দিন কয়েক পরই স্বামী জানতে পারেন স্ত্রীর আগে অন্য একটি সম্পর্ক ছিল। সেই সময় স্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আর প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখবেন না। কিন্তু বিয়ের কয়েক মাস পরও স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সঙ্গে কথা বলতে ধরে ফেলেন ওই স্টেশন মাস্টার। এরপরই তিনি বিশাখাপত্তনমের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।
মামলা দায়ের করতেই পাল্টা স্ত্রী-ও যৌতুকের জন্য হেনস্থার অভিযোগ জানান। হাইকোর্ট অবধি গড়ায় মামলা। শেষ পর্যন্ত আদালত ওই ব্যক্তির আবেদনই গ্রহণ করে এবং বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চাকরি খোয়ানোর বিষয়টি উল্লেখ করে আদালতের তরফে এই ঘটনাকে স্বামীর প্রতি মানসিক নিষ্ঠুরতা বলেও উল্লেখ করা হয়।