বিশাখাপত্তনম: স্বামী-স্ত্রীর ঝগড়া। এর মাশুল গুনতে হল রেলকে। তাও আবার এক-দু’টাকা নয়, তিন কোটি টাকা! গল্প মনে হলেও, এটাই সত্যি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, কথা কাটাকাটির জেরেই গোটা রেলওয়ের ক্ষতি করে দিল। ভুল লাইনে চলে গেল আস্ত একটা ট্রেন। আর তার জেরেই তিন কোটি টাকা ক্ষতি হল ভারতীয় রেলের।
ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, একজন স্টেশন মাস্টারের জন্য এমন বিপত্তি ঘটেছে। ডিউটিতে বসেই তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। আর তাদের কথাবার্তাতেই ভুল বুঝলেন অপর স্টেশন মাস্টার। তিনি ভুলবশত অন্য লাইনে পাঠিয়ে দিলেন ট্রেন।
আসলে ওই ব্যক্তি ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। ফোনে ওই ব্যক্তি বলেন, বাকি কথা বাড়ি গিয়ে বলবেন। এরপর স্ত্রী ও প্রান্ত থেকে কিছু একটা বলেন। তাই শুনে স্বামী ওকে বলেন। সমস্যাটা হয়, ওই সময় পাশে বসে থাকা অপর স্টেশন মাস্টার এই ব্যক্তিকে ট্রেনের রুট সম্পর্কে প্রশ্ন করেছিলেন। অপর স্টেশন মাস্টার ভাবেন, হয়তো তাঁকেই ওকে বলেছেন। এর ফলে তিনি ওই রুটে ট্রেন পাঠিয়ে দেন। ভুল রুটে চলে যাওয়ায় ৩ কোটি টাকা ক্ষতি হয়। বিষয়টি জানাজানি হতেই চাকরি হারান রেলমাস্টারও।
এদিকে, স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জেরে বিবাহ বিচ্ছেদও হয়ে গিয়েছে।